কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্যদিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের দেবীপুর সার্ব্বজনীন দেবালয়ে ৫ দিনব্যাপী শতভূজা (১০০ হাত) শ্রী শ্রী বাসন্তী পূজায় প্রতিদিন হাজার হাজার ভক্তবৃন্দের ঢল নামছে। শনিবার মহাঅষ্টমী পূজা অনুষ্ঠিত হয়। এ পূজাকে কেন্দ্র করে প্রতিবছরের মতো এব্রাও মেলা বসেছে। এ বছর ১৯তম বার্ষিকী শতভূজা (১০০ হাত) শ্রী শ্রী বাসন্তী পূজা অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানের মধ্যে রয়েছে- পূজার্চনা, পদাবলী কীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান, আরতি প্রতিযোগিতা, মহাপ্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা প্রভৃতি।
দেবীপুর সর্বজনীন দেবালয় পরিচালনা কমিটির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল (নান্টু) ও সাধারন সম্পাদক নিতাই পাল জানান, বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্য দিয়ে বিগত ১৯ বছর ধরে শ্রীশ্রী বাসন্তী পূজা চলে আসছে। শতভূজা বাসন্তী পূজা পরিদর্শনে আসেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাধন চন্দ্র সূত্রধর, কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এবারও অন্যান্য বছরের মতো দেশের বিভিন্ন স্থান থেকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষের সমাগম ঘটছে। আগামী ৭ এপ্রিল সোমবার বিজয়া দশমীর মধ্য দিয়ে এ পূজা সমাপ্ত হবে জানা গেছে।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply