বড়লেখা প্রতিনিধি:
জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে রোববার রাতে সদর ইউনিয়ন হল রুমে প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বড়লেখার কৃতী সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় আইন সম্পাদক ড. আনোয়ারুল ওয়াদুদ টিপু।
উপজেলা জামায়াতের আমীর এমাদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল বাছিতের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্যপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন সিলেট মহানগর ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ, সিলেট উমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. হোসাইন আহমদ, উপজেলা যুব বিভাগের সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন, পেশাজীবী বিভাগের উপজেলা সভাপতি অধ্যাপক আব্দুল মুহাইমিন, সাবেক ছাত্রনেতা খিজির আহমদ পৌরসভা জামায়াতের সভাপতি জুবায়ের আহমদ, ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি ফরিদ উদ্দিন, উলামা বিভাগের উপজেলা সহ-সভাপতি মুফতি জিয়াউল হক, পৌর সেক্রেটারি আব্দুস সামাদ, কলেজ শিবির সেক্রেটারি রুবেল আহমদ প্রমুখ।
Leave a Reply