ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি ::
সিলেট জেলা পুলিশের শ্রেষ্ট অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান নির্বাচিত হয়েছেন। আশরাফুজ্জামান অতিরিক্ত পুলিশ সুপার ওসমানীনগর (সার্কেল) এ সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।
আইন শৃঙ্খলার রক্ষায় বিভিন্ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সিলেট জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।।
গতকাল মঙ্গলবার পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশের মাসিক অপরাধ সভায় ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামানকে এ সম্মাননা দেওয়া হয়েছে।
সিলেটের ডি আই জি মোহাম্মদ মুশফেকুর রহমান কাজের স্বীকৃতি স্বরূপ জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসারের সম্মাননা তুলে দেন।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ওসমানীনগর সার্কেলের তিন থানা (ওসমানীনগর ও বিশ্বনাথ বালাগঞ্জ) আইনশৃঙ্খলা রক্ষা অপরাধের রহস্য উদঘাটন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার ওয়ারেন্ট নিষ্পত্তিসহ আরও নানা কৃতিত্বের জন্য আশরাফুজ্জামানকে জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত করা হয় এবং সম্মাননাও দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান বলেন, পুরস্কার পাওয়া বড় কথা নয়, বড় কথা হচ্ছে জনগণকে আমি কি ধরনের সেবা দিতে পেরেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সহযোগিতার জন্য তিনি সবার কাছে আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply