এইবেলা, কুলাউড়া ::
মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতে ২৫ এপ্রিল শুক্রবার এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কুলাউড়ার আব্দুল হালিম চৌধুরী (৫৩)। নিহত আব্দুল হালিম চৌধুরী উপজেলার কাদিপুর ইউনিয়নের ভাগমতপুর গ্রামের মৃত আব্দুর রহমান চৌধুরীর একমাত্র ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের একটি রাস্তায় শুক্রবার বিকেলে মর্মান্তিক দূর্ঘটনার শিকার হন আব্দুল হালিম চৌধুরী। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আব্দুল হালিম চৌধুরীর স্ত্রী ও একমাত্র ছেলে সন্তান রয়েছে।
আব্দুল হালিম চৌধুরী মৃত্যুর খবরে কাদিপুর ইউনিয়নের ভাগমতপুর গ্রামে শােকের ছায়া নেমে আসে। নিহতের পরিবারে চলেছে শােকের মাতম।#
Leave a Reply