বড়লেখা প্রতিনিধি :
বড়লেখায় পিডিবি’র ৩৩ হাজার কেভি বিদ্যুৎ লাইনের (পরিত্যক্ত) লাখ লাখ টাকার মার্লিন তার, ইনস্যুলেটর, এঙ্গেলসহ বিভিন্ন সরঞ্জামাদি অবাধে চুরি ও ভাঙ্গারি দোকানে বিক্রির ঘটনায় থানা পুলিশ নড়েচড়ে ওঠেছে। শনিবারের দৈনিক জালালাবাদের শেষ পৃষ্ঠায় ‘বড়লেখায় অবাধে চুরি হচ্ছে লাখ টাকার বৈদ্যুতিক তার ইনস্যুলেটর ও এঙ্গেল’ শিরোনামে একটি সংবাদ ছাপা হলে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশে তৎপর হয়ে ওই দিন বিকেলে বড়লেখা থানার এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে পুলিশ রতুলি বাজারের অভিযুক্ত মহিউদ্দিনের ভাঙ্গারি দোকানে অভিযান চালায়। এসময় দোকান থেকে পুলিশ ব্যাপক চোরাই বৈদ্যুতিক মালামাল উদ্ধার করে। চোরাই মালামাল ক্রয়-বিক্রয়কারি ভাঙ্গারি ব্যবসায়িকে প্রধান আসামী করে এসআই নিউটন দত্ত রোববার থানায় মামলা করেছেন।
বাজার বণিক সমিতির নেতৃবৃন্দসহ সাধারণ ব্যবসায়িরা জানান, ১ মার্চ হাতেনাতে ব্যাপক পরিমাণ বৈদ্যুতিক তার আটক করে পুলিশে খবর দিলে থানার এসআই মাসুদ পারভেজ জমাদার ঘটনাস্থলে গেলেও চোরাই তার জব্দ ও চোরাই মালামাল ক্রয়-বিক্রয়ে সরাসরি সম্পৃক্ত ভাঙ্গারি ব্যবসায়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ায় আগ্রহ দেখাননি। এসময় ব্যবসায়িরা চোরাই বৈদ্যুতিক সরঞ্জামের ভিডিও ক্লিপও পুলিশের কাছে দেন। ব্যবসায়ি নেতৃবৃন্দের অভিযোগ, এসআই মাসুদ পারভেজ জমাদার অভিযুক্ত ভাঙ্গারি ব্যবসায়ির কাছ থেকে নিয়মিত আর্থিক সুবিধা গ্রহণ করায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেননি। আর এতে চোরেরা আরো বেপরোয়া হয়ে গত কয়েক দিনে সরকারি বিদ্যুৎ লাইনের অন্তত বিশ লাখ টাকার মূল্যবান তার ও অন্যান্য সামগ্রি চুরি করেছে। তারা ওই সময়ের (১ মার্চ ভাঙ্গারি দোকানে আটক) চোরাই বৈদ্যুতিক তার উদ্ধারের জোর দাবি জানান।
বড়লেখা থানার ওসি মো. আবুল কাশেম সরকার জানান, বিদ্যুৎ লাইনের তার ও অন্যান্য সরঞ্জাম চুরির বিষয়ে পত্রিকায় সংবাদ ছাপা হলে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশে সংশ্লিষ্ট ভাঙ্গারি ব্যবসায়ির দোকানে পুলিশ অভিযান চালায়। এসময় দোকান থেকে গ্যালগেনাইজিংসহ বিভিন্ন ক্যাটাগরির বৈদ্যুতিক তার, পল্লীবিদ্যুতের সার্ভিস ড্রপসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। অভিযানের খবর পেয়ে অভিযুক্ত ভাঙ্গারি ব্যবসায়ি সটকে পড়ে। এব্যাপারে থানায় মামলা হয়েছে। আসামি গ্রেফতারে অভিযান চলছে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply