নিটার প্রতিবেদন ::
সাভারের ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এ আজ ২০শে জুন, ২০২৫ইং রোজ শুক্রবার মাস্তুল সংগঠনের উদ্যোগে সফলভাবে আয়োজিত হলো ঈদ পরবর্তী মেজবানি ভোজ-২০২৫। জুমার নামাজের পর নিটার ক্যাম্পাসের ক্যাফেটেরিয়ায় আয়োজিত এই ভোজে উপস্থিত ছিলেন মাস্তুলের মডারেটর স্যার, নিটার মসজিদের সম্মানিত ইমাম ও মুয়াজ্জিন সাহেব, ক্যাম্পাসের সকল মালি, ক্লিনার, সিকিউরিটি গার্ড এবং হলের খালারা।
অনুষ্ঠানের শুরুতে সবাই মিলে একটি সংক্ষিপ্ত দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন। পরে অতিথিদের জন্য পরিবেশিত হয় সুস্বাদু মেজবানি খাবার। আয়োজকরা জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল ঈদের আনন্দ সকলের মাঝে ভাগ করে নেওয়া এবং নিটারের প্রতিটি স্তরের মানুষের সঙ্গে একসাথে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়া।
মাস্তুল কর্তৃপক্ষ, এই মহৎ উদ্যোগে যারা সহায়তা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আয়োজকরা আশাবাদী, ভবিষ্যতেও এমন মানবিক ও ঐক্যের উদাহরণ তারা অব্যাহত রাখবেন।#
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply