বড়লেখা প্রতিনিধি :
বড়লেখায় ষাটমাকণ্ঠ পত্রিকার উদ্যোগে শুক্রবার বিকেলে ব্যতিক্রমধর্মী মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। বাহারি সব মৌসুমি ফলের ঝলক। রঙে রঙে সাজে পুরো প্রাঙ্গণ। সবুজ কাঁচা আম আর হলুদ পাকা আমের ঘ্রাণ, কাঁঠালের তীব্র সুবাস, লিচুর টক-মিষ্টি সৌন্দর্য, জামরুলের আভিজাত্য, জাম আর আনারসের মনভোলানো গন্ধে ফল উৎসবে সৃষ্টি হয় এক অভূতপূর্ব পরিবেশ ।
ষাটমাকন্ঠের কার্যলয়ে ষাটমা মিডিয়া লিমিটেড আয়োজনে উৎসবটি স্থানীয় মানুষের মাঝে যেমন উচ্ছ¡াস ছড়িয়েছে, তেমনি ফলভিত্তিক সচেতনতাও ছড়িয়ে দিয়েছে।
বাঙালির গ্রামীণ ঐতিহ্যের সঙ্গে জড়িত এই ফলগুলো যেন নতুন করে মানুষের মাঝে প্রাণ ফেরায়। ফলের ঝুড়িগুলোতে সাজানো ছিল আম, কাঁঠাল, লিচু, জাম, লটকন, আনারস, তাল, জামরুল, কটবেল, করমচা, আমড়া, গুটিজাম, কাউফল, ডেউয়া ফল, সব মিলিয়ে যেন প্রকৃতি তার সকল রঙ মেলে ধরেছিল একসাথে।
ষাটমাকন্ঠ পত্রিকার সম্পাদক-প্রকাশক ও ষাটমা মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান আবুল কাসেমের সভাপতিত্বে ও বার্তা সম্পাদক তাহমীদ ইশাদ রিপনের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার মনোয়ার হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, জুড়ী টিএন খানম কলেজের সাবেক অধ্যক্ষ অরুণ চন্দ্র দাস, জুডী শাহ নিমাত্রা কলেজের অধ্যক্ষ জহির উদ্দিন, বড়লেখা প্রেসক্লাবের সাবেক সভাপতি অসিত রঞ্জন দাস, বর্তমান সভাপতি আনোয়ারুল ইসলাম, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ নিয়াজ উদ্দিন, নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন সবুজ, নতুন বড়কণ্ঠ পত্রিকার সম্পাদক রশিদ আহমদ খান, সহকারী প্রধান শিক্ষক ময়নুল ইসলাম, দক্ষিণভাগ ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক হাফেজ খলিলুর রহমান শাহীন, উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক তপন চৌধুরী, তারুণ্য নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক শুভাশিস দে শুভ্র, সাংবাদিক মোহাম্মদ হানিফ পারভেজ, ষাটমাকণ্ঠ পত্রিকার প্রতিনিধি আশফাক আহমদ, উপজেলা স্কাউট লিডার হালিমতুন সাদিয়া লিলি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুজিবুর রহমান, উপজেলা নিসচা’র সাধারণ সম্পাদক আইনুল ইসলাম।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply