নিটার প্রতিবেদন ::
ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার)-এর থিয়েটার সংলগ্ন মাঠটি “ক্যাফে ফিল্ড” নামে পরিচিত। বছরের শুকনা মৌসুমে এই মাঠে শিক্ষার্থীরা খেলাধুলা ও বিভিন্ন শরীরচর্চামূলক কার্যক্রমে অংশ নিতে পারলেও বর্ষা এলেই রূপ নেয় ভিন্ন চিত্রে।
প্রতি বছরের মতো এবারও বর্ষার শুরুতেই মাঠজুড়ে জন্ম নিয়েছে হাঁটু সমান ঘাস। কাদা পানিতে জমে থাকা মাঠ এখন অনেকটাই ধানক্ষেতের মতো। এতে করে মাঠটি হয়ে উঠেছে সাপসহ নানা সরীসৃপের নিরাপদ আবাসস্থল। ফলে শিক্ষার্থীরা মাঠে প্রবেশ করা তো দূরের কথা, কাছ দিয়ে চলাচল করতেও অনেকে ভয় পান।
প্রায় ১৫০০ শিক্ষার্থীর জন্য মাত্র দুটি নির্ধারিত খেলার মাঠ তাও একটি বর্ষাকালে ব্যবহারযোগ্য না থাকায় শিক্ষার্থীদের অনেক সময় বাধ্য হয়ে ক্যাম্পাসের বাইরে গিয়ে খেলাধুলা করতে হচ্ছে।
একাধিক শিক্ষার্থীর সাথে কথা বলে জানা গেছে, মাঠটিতে যদি পর্যাপ্ত পরিমাণ বালু ফেলে ভরাট করা হয় এবং নিয়মিত পরিচর্যা ও ড্রেনেজের ব্যবস্থা রাখা হয়, তাহলে এটি সারা বছরই খেলার উপযোগী থাকবে। তারা আশাবাদ ব্যক্ত করেছেন, কর্তৃপক্ষ অচিরেই বিষয়টি আমলে নেবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
প্রতিষ্ঠানের খেলার মাঠের এমন অবস্থা শুধু স্বাস্থ্যচর্চার ক্ষেত্রেই নয়, বরং মানসিক স্বাস্থ্যের দিক থেকেও নেতিবাচক প্রভাব ফেলছে বলে মত দিয়েছেন অনেক শিক্ষার্থী।#
Leave a Reply