ওসমানীনগরে ইন্টারন্যাশনাল এসওএস চিলড্রেন্স ভিলেজ ডে উদযাপন ওসমানীনগরে ইন্টারন্যাশনাল এসওএস চিলড্রেন্স ভিলেজ ডে উদযাপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কমিউনিটি সেন্টারে বৌভাতে সবাই ব্যস্ত : বাড়ি থেকে ডাকাতরা লুটে নিল টাকা, ডলার, স্বর্ণালংকার শাহবাজপুর হাইস্কুলের প্রতিষ্টাতা প্রধান শিক্ষক আছদ্দর আলীর ইন্তেকাল মাধবপুর যমুনা ইন্ড্রাষ্ট্রিয়াল পার্কে প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাত দিনব্যাপী কর্মসূচি পালিত কুলাউড়ার তৌসিফের সাফল্য! ছাতকে সোনাই নদীর বালু লুটপাটে সক্রিয় সিন্ডিকেট : যৌথ বা‌হিনীর অ‌ভিযান গ্রেপ্তার ২ কমলগঞ্জে গ্রাউকের উদ্যোগে বিনামূল্যে চক্ষুশিবির ও গাছের চারা বিতরণ কমলগঞ্জে প্রখ্যাত সুফী সাধক আজমত শাহ প্রতিষ্ঠিত মসজিদ পুণ: নির্মান এবং আজমত শাহ সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন কুলাউড়ার জয়চন্ডীতে রাস্তা রক্ষার্থে মানুষের বিলাপ! নাগেশ্বরীতে ওয়ার্ল্ডভিশনের আয়োজনে স্থানীয় ব্যবসায়িদের সাথে সংবেদনশীলতা সভা কুলাউড়ার এসিল্যান্ডের হস্তক্ষেপে হাসিমপুরের মসজিদের বিরোধের নিষ্পত্তি

ওসমানীনগরে ইন্টারন্যাশনাল এসওএস চিলড্রেন্স ভিলেজ ডে উদযাপন

  • মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি ::

সিলেটের ওসমানীনগরে এসওএস চিলড্রেন্স ভিলেজেস এর প্রতিষ্ঠাতা হারম্যান মেইনারকে উৎসর্গ করে ইন্টারন্যাশনাল এস ও এস চিলড্রেন্স ভিলেজ ডে উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে এস ও এস চিলড্রেন্স ভিলেজ সিলেট প্রাঙ্গণে সপ্তাহব্যাপী ক্রীড়া,সাংস্কৃতিক, কুইজ, রচনা প্রতিযোগিতা, গল্প বলা, ফুটবল ও চিত্রাংকন প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে সিলেটের ওসমানী নগর উপজেলার দয়ামীরস্হ এস ও এস চিলড্রেন্স ভিলেজ সিলেট এর অভ্যন্তরে সপ্তাহ ব্যাপী অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এস ও এস চিলড্রেন্স ভিলেজ সিলেট এর সহকারী পরিচালক ও ইনচার্জ মো: মাজহারুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।
অনুষ্ঠানে শিশুদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, সুমাইয়া আক্তার এবং এস ও এস মায়েদের পক্ষ থেকে এমিলি খাতুন।আলোচনা শেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
পরে অতিথিবৃন্দ শিশুদের সাথে তাদের পরিবারে কিছুক্ষণ আনন্দঘন সময় কাটান। অনুষ্ঠানকে ঘিরে এস ও এস চিলড্রেন্স ভিলেজ সিলেট সেজেছিল বর্ণিল সাজে। বিভিন্ন রঙের বেলুন, কাগজের কারুকাজ এবং ফেস্টুন দিয়ে সাজানো হয়েছিল।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, ব্যাংকার, সরকারী ও বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ী, গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ ও অসংখ্য শুভাকাঙ্খী। অনুষ্টানে এস ও এস চিলড্রেন্স ভিলেজ সিলেট এর অভ্যন্তরে বসবাসকারী শিশুরাসহ পার্শবর্তী জনপদের সুবিধা বঞ্চিত শিশুদের অংশগ্রহন করেন। এতে আনন্দমুখর হয়ে উঠেছিল এস ও এস এস ও এস চিলড্রেন্স ভিলেজ এর আঙ্গিনা।
অনুষ্ঠান শেষে জয়নাল আবেদীন, এস ও এস চিলড্রেন্স ভিলেজ সিলেট এর আঙ্গিনায় বজ্রপাত নিরোধক তাল বৃক্ষ রোপন করেন, পাশাপাশি পরিবার শক্তিশালীকরণ কর্মসূচীর অংশীজনদের মাঝে ১০০ টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ এবং কমিউনিটির শিশুদের মাঝে ৮২৮ টি স্কুল ব্যাগ বিতরণ করেন।উল্লেখ্য, এস ও এস চিলড্রেন্স ভিলেজ একটি বেসরকারি, শিশু কল্যাণ ও সমাজ উন্নয়নমূলক সংস্থা যা বিশেষ করে মা-বাবা’র স্নেহ বঞ্চিত শিশুদের পরিবার ভিত্তিক সেবা দিয়ে এবং সেই সাথে তাদের বিভিন্ন প্রয়োজন ও অধিকার নিশ্চিত করার মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছে। চিলড্রেন্স ভিলেজ চায় প্রতিটি শিশু থাকুক পরিবারের সান্নিধ্যে এবং বেড়ে উঠুক ভালবাসা, সম্মান আর নিরাপত্তায়। এই লক্ষ্যে যেসব শিশু নানা কারণে হারিয়েছে তাদের পরিবার -আমরা তাদের জন্য তৈরী করি বিকল্প পরিবার, সহায়তা করি তাদের সুন্দর ভবিষ্যৎ বির্নিমাণে ও সমাজ উন্নয়নে। পাশাপাশি যেসব শিশু পারিবারিক যতœ হারানোর ঝুঁকিতে আছে আমরা তাদেরকে তাদের স্বপরিবারে রেখে সহায়তার মাধ্যমে সুন্দর আগামীর পথে নিয়ে যেতে সহায়তা করি। তাছাড়া সাধারণ ও কারিগরী শিক্ষা বিস্তার, দক্ষ জনশক্তি তৈরী ও দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে আমাদের রয়েছে বিশেষ উদ্যোগ। প্রফেসর হারম্যান মেইনার ১৯৪৯ সালে অষ্ট্রিয়ার ইম্ষ্ট-এ সর্বপ্রথম এস ও এস শিশু পল্লী প্রতিষ্ঠা করেন এবং ক্রমান্বয়ে এর বিস্তৃতি ঘটে বিশ্বের ১৩৮ টি দেশে।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অব্যবহিত পর ১৯৭২ সালে এস ও এস আন্তর্জাতিক চিলড্রেন্স ভিলেজ এর প্রতিষ্ঠাতা-প্রয়াত প্রফেসর হারম্যান মেইনার বাংলাদেশে আসেন। এরই ধারাবাহিকতায় ঢাকার শ্যামলীতে দেশের প্রথম এস ও এস চিলড্রেন্স ভিলেজ প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে এই শিশু কল্যাণ সংস্থাটির কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, বগুড়া ও সিলেটে এস এস শিশু পল্লীর বিস্তৃতি ঘটে। সিলেট এর ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নে ২০১১ সালে কার্যক্রম শুরু হয়। বৃহত্তর সিলেটে এস ও এস চিলড্রেন্স ভিলেজ কার্যক্রম অত্র অঞ্চলের অসহায়, নির্যাতিত, অধিকারহারা, সুবিধা বঞ্চিত ও পরিবারহারা শিশুদের জন্য একটি স্থায়ী ও দীর্ঘ মেয়াদী সেবা প্রদানের প্রতিশ্রæতির নিশ্চয়তা দিচ্ছে। এটি অত্র অঞ্চলে শিশু কল্যাণে একটি অনুপম ও ব্যতিক্রমধর্মী প্রয়াস। সমাজের সর্বস্তরের মানুষের আর্থিক ও মানবিক সহযোগিতা এস ও এস চিলড্রেন্স ভিলেজ এর কার্যক্রমকে আরো গতিশীল করবে।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews