নিটার প্রতিবেদন :: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার)-এ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রথম বর্ষের সেমিস্টার পরীক্ষা আজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিগত এক মাস ধরে চলমান বিভিন্ন দাবিতে আন্দোলনের পরও সন্তোষজনক কোনো অগ্রগতি না হওয়ায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন। তারা জানান, ময়মনসিংহ, বরিশাল ও ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের চলমান ছাত্র আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেই তারা পরীক্ষায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে আরো জানা যায়, পরীক্ষার সময়সূচি সংক্রান্ত অফিসিয়াল নোটিশটি দেওয়া হয় পরীক্ষা শুরুর মাত্র ২৪ ঘণ্টা আগে। এ নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের ব্যাপক প্রতিক্রিয়া ও সমালোচনার করতে দেখা যায়।#
Leave a Reply