ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি ::
সুনামগঞ্জে ছাতক পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের ৫৪ কোটি ৮৩ লাখ ৮৪ হাজার ৩৪৭টাকা উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার দুপুরে ছাতক পৌরসভার হল রুমে প্রস্তাবিত বাজেট পেশ করেন, পৌর প্রশাসক মো. তরিকুল ইসলাম। প্রস্তাবিত বাজেটে ব্যয় ধরা হয়েছে ৫২ কোটি ৮৮লাখ ৫৯হাজার ৫৯৪ টাকা। এবং উদ্ধৃত দেখানো হয়েছে ১ কোটি ৯৫ লাখ ২৪ হাজার ৭৩৫টাকা।
বাজেট আলোচনায় স্থায়ী বাস টার্মিনাল, ছাতক পাবলিক মিলনায়তন বেদখল, ড্রেনের জলাবদ্ধতা ও ব্যাটারিচালিত অটো রিকশা নিয়ন্ত্রনসহ নানান বিষয়ে প্রশ্ন তুলে ধরা হয়। এসব বিষয়ে পৌর প্রশাসক ও পৌর প্রকৌশলী প্রশ্নের উত্তরের পাশাপাশি পৌরসভার নাগরিক সেবা নিশ্চিত করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
ছাতকের স্থানীয় ও জাতীয় গণমাধ্যম কর্মীসহ রাজনৈতিক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়কসহ অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে বাজেট সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মো. শফিউর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আইনুল ইসলাম ভূঁইয়া, পৌর নির্বাহী কর্মকর্তা শরবিন্দু রায়, সহকারী প্রকৌশলী মো. আবদুল মালেক, কর আদায়কারী মো. জামাল উদ্দিন, হিসাব রক্ষক কুলসুমা বেগম, নিন্মমান সহকারী ও কাম মুদ্রাক্ষরিক মো. আসাদুজ্জামান এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply