ছাতকে অবৈধ বালু পরিবহনের দায়ে ৪ নৌকা আটক : ২ লাখ টাকা জরিমানা ছাতকে অবৈধ বালু পরিবহনের দায়ে ৪ নৌকা আটক : ২ লাখ টাকা জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নাগেশ্বরীতে ওয়ার্ল্ডভিশনের আয়োজনে স্থানীয় ব্যবসায়িদের সাথে সংবেদনশীলতা সভা কুলাউড়ার এসিল্যান্ডের হস্তক্ষেপে হাসিমপুরের মসজিদের বিরোধের নিষ্পত্তি লন্ডনে শিশু লেখিকা কমলগঞ্জের জয়নাব চৌধুরী রচিত “মাই প্রাইমারি জার্নি থ্র কেইলি” গ্রন্থ প্রকাশনা উৎসব কুড়িগ্রামে বাল্যবিয়ে বন্ধে স্থানীয় ব্যবসায়িকদের সাথে সংবেদনশীলতা সভা কমলগঞ্জে ড. শশী ভূষণ মালী স্মৃতিস্তম্ভ উদ্বোধন কমলগঞ্জে বৃদ্ধাকে হত্যা করে লাশ ফেলা হয়েছে ছড়ায় বড়লেখায় এসএসসিতে জিপিএ-৫ পেল ৬৬ জন, দাখিলে ৫, কারিগরিতে ৬ কুলাউড়ার বরমচাল ৮ নং ওয়ার্ড কমিটি গঠন নিয়ে ক্ষুব্দ বিএনপির নেতাকর্মীরা সবুজে ঘেরা মৌলভীবাজার জেলাকে আরও সবুজময় করতে চাই—জেলা প্রশাসক কমলগঞ্জে বিদেশী সিগারেটসহ গ্রেফতার-২

ছাতকে অবৈধ বালু পরিবহনের দায়ে ৪ নৌকা আটক : ২ লাখ টাকা জরিমানা

  • রবিবার, ২৯ জুন, ২০২৫

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি :: 

সুনামগঞ্জের ছাতকে অবৈধভাবে বালু পরিবহনের অভিযোগে যৌথ বাহিনী অভিযান চালিয়ে চারটি ইঞ্জিনচালিত স্টিলের নৌকাসহ চার ব্যক্তিকে আটক করেছে। গত রোববার  (২৯ জুন) ভোরে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমাছড়া এলাকায় এ অভিযান চালায় যৌথ বাহিনী।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়।

আটককৃতরা হলেন- সিলেটের কোম্পানীগঞ্জ থানার চাটিবহর গ্রামের মো. আলামিন (২৬), একই গ্রামের আব্দুল আহাদ (২৯), সুনামগঞ্জের ছাতক থানার বারকাহন গ্রামের কওছর উদ্দিন (৪৫) ও জামালগঞ্জ থানার ফতেহপুর গ্রামের মো. আশরাফ (৩৪)।

নৌ পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে একটি চক্র উৎমাছড়া এলাকার ইজারা বহির্ভূত জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির উদ্দেশ্যে ছাতকে ম‌ধ্যে নিয়ে আসছে। এই তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী উৎমাছড়া নামক স্থানে অবস্থান নেয় এবং ভোরে চারটি বালুবোঝাই নৌকাসহ চারজনকে আটক করে। নৌকাগুলোতে আনুমানিক ২ হাজার ঘনফুট বালু ছিল।

পরবর্তীতে ছাতক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন। জরিমানা আদায় শেষে নৌকা চারটি তাদের প্রকৃত মালিকদের জিম্মায় দেয়া হয়। নৌকায় জব্দকৃত বালু ছাতক বিআইডব্লিউটিএ ঘাটে সংরক্ষণে রাখা হয়েছে। এব‌্যাপা‌রে ছাতক নৌ পুলিশ ফাঁড়ির এসআই অপু কুমার দাশ গুপ্ত  এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম জানান, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সরকারি রাজস্ব নিশ্চিত করার জন্য আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন তিনি। ##

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews