বড়লেখা প্রতিনিধি:
বড়লেখা উপজেলার সদর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে সভাপতি, সিনিয়র সহসভাপতি, সাধারণ সম্পাদক ও সহসাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে কাউন্সিলরদের সর্বোচ্চ ভোটে শাহজাহান চৌধুরী সাজু সভাপতি, আজিজুর রহমান সিনিয়র সহসভাপতি, সুরমান আলী সাধারণ সম্পাদক ও বাহার উদ্দিন সহসাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল গনীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অধ্যাপক আব্দুস সহিদ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধন অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন আহমেদ মিঠু। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হাফিজ, উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নছিব আলী, যুগ্মআহ্বায়কমুজিবুর রহমান খছরু, জাহিদুল ইসলাম মামুন, নির্বাচন কমিশনার অধ্যক্ষ আসুক উদ্দিন, পৌর বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম, বিএনপি নেতা মঈন উদ্দিন প্রমুখ।
Leave a Reply