বড়লেখা প্রতিনিধি:
বড়লেখা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমানকে সোমবার রাতে পানিধার এলাকা থেকে থানা পুলিশ গ্রেফতার করেছে। তিনি উপজেলার পশ্চিম মুড়িরগুল গ্রামের আব্দুল গফুরের ছেলে।
তিনি ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গাজীটেকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ঢুকে ধানের শীষ প্রতীকের প্রার্থীর এজেন্টদের মারধর, ব্যালট পেপার কেড়ে নিয়ে নৌকা প্রতীকে সীল মারা ও ভোট কেন্দ্রে তান্ডব চালানোর অভিযোগে যুবদল নেতা সুমন আহমদের দায়েরকৃত মামলার তদন্তে প্রাপ্ত সন্ধিগ্ধ আসামি সাইফুর রহমান। সোমবার রাতে এসআই আব্দুর রউফের নেতৃত্বে অভিযান চালিয়ে পানিধার এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে।
থানার সেকেন্ড অফিসার এসআই রতন কুমার হালদার জানান, মঙ্গলবার বিকেলে গ্রেফতার যুবলীগ নেতা সাইফুর রহমানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply