এইবেলা, কুলাউড়া ::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সোনালী ব্যাংক পিএলসির অনলাইন সেবার মাধ্যমে শিক্ষার্থীদের ফি/ চার্জ আদায়করণ সম্পর্কিত মতবিনিমিয় সভা ০৮ জুলাই উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মহি উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সোনালী ব্যাংক পিএলসির সিলেট বিভাগীয় ই সেবা কর্মকর্তা আমান উল্ল্যাহ, সোনালী ব্যাংক পিএলসি কুলাউড়া শাখা ব্যবস্থাপক আবু বকর সিদ্দিক, উপজেলা কৃষি অফিসার মো: জসিম উদ্দিন, লংলা আধুনিক ডিগ্রি ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইর মো: সফিকুল ইসলাম প্রমুখ।
সভাপতির বক্তব্যে ইউএনও মো: মহিউদ্দিন আহমদ বলেন, ই সেবার মাধ্যমে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কেবল বেতন আদায় করার একটি কৌশল। এতে স্বচ্ছতা নিশ্চিত হবে। শিক্ষার্থীদের আদায়কৃত বেতন সরাসরি স্কুলের একাউন্টে জমা হবে। সেই অর্থ ব্যয় করতে হলে যৌথ স্বাক্ষরে টাকা উত্তোলন করতে হবে। কুলাউড়া উপজেলার বেশ কয়েকটি বিদ্যালয়ে ই সেবা চাল হয়েছে। পর্যায়ক্রমে সকল বিদ্যালয় এর আওতায় আসবে।#
Leave a Reply