ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি ::
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে শিক্ষার্থী হতাহতের ঘটনায় যখন সেই স্কুলের শিক্ষার্থী অবিভাবক সহ গোটা দেশের দেশের মানুষ কোমলমতি শিশু শিক্ষার্থীদের প্রাণহানিতে শোকে স্তব্দ। এ ঘটনায় যখন সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করেছে আর ২২ জুলাই মঙ্গলবার সারাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছিলো ঠিক সেই দিনের সিলেটের ওসমানীনগরের জয়বুননেছা গার্লস হাই স্কুল শোকের পরিবর্তে জাকজমকপূর্ণভাবে বিদ্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
মর্মান্তিক এই বিমান দূর্ঘটনায় কোমলমতি শিক্ষার্থী হতাহতের কারণে যেখানে উপজেলা পর্যায় থেকে শুরু রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন অনুষ্ঠান দেশে অনুষ্ঠিতব্য এইচএসসি পাবলিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। রাষ্ট্র ও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ পক্ষ থেকে শোকসহ বিভিন্ন কর্মসূচী ঘোষণা করে পালন করা হচ্ছে হতাহত
শিক্ষার্থীদের জন্য এমন সময় বর্তমান এই হৃদয়বিদারক ঘটনার প্রতি বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন করে কোমলমতি শিক্ষার্থী অবিভাবক আর বিভিন্ন অতিথিদের নিয়ে সংবর্ধনা অনুষ্ঠান করে জয়বুননেছা গার্লস হাই স্কুল কর্তৃপক্ষ।
খোঁজ নিয়ে জানা যায়, গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় শোক দিবসের দিন দুপুরে ওসমানীনগরের দয়ামীর ইউপির নাজিরবাজার আহমদনগর জয়বুননেছা গার্লস স্কুলে বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. নুরুল ইসলাম তার সহধর্মীনি নীলিমা ইসলাম, প্রতিষ্ঠাতার জ্যেষ্ঠপুত্র নজরুল ইসলামসহ তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম। ঘন্টাব্যাপী সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিদের শিক্ষার্থীদের মাধ্যমে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন, মানপত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদান সহ আড়ম্ভরপূর্ণ অনুষ্ঠান করা হয়।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে শিক্ষার্থী হতাহতের ঘটনায় শোক পালন না করে ক্ষুদ ওসমানীনগরের জয়বুননেছা গার্লস হাই স্কুলের শিক্ষক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কান্ডজ্ঞানহীন ও দায়িত্বহীন কর্মকান্ডে উপজেলা জুরে সমালোচনা ও ক্ষোভ দেখা দিয়েছে সচেতন মহলে।
জয়বুননেছা গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলামের ব্যক্তিগত মুঠোফোন ০১৭১৫৩৩৬২১৪ নম্বরে একাধিকবার যোগাযোগ করেও কথা বলা সম্ভব হয়নি।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ বলেন, সংবর্ধনার মতো একটি আনন্দঘন অনুষ্ঠান আজকের শোক দিবসের সাথে বেমানান। শোক দিবসকে শ্রদ্ধা জানিয়ে তারা আজকের সংবর্ধনাটি স্থগিত করে অনুষ্ঠানটি পরে যেকোনো সময় করতে পারতেন।
দয়ামীর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন বলেন, এরকম কোনো অনুষ্ঠান হয়ে থাকলে এটা অসুন্দর ও অশুভনীয়।
উপজেলা মাধ্যমি শিক্ষা কর্মকর্তা সত্যব্রত রায় বলেন, গতকাল আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠানে শোক দিবস পালন ও পতাকা অর্ধনমিত রাখার জন্য পত্র প্রেরণ করেছি। শোক দিবসে সংবর্ধনা করে থাকলে এব্যাপারে আমরা ব্যবস্থা নেবো।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply