এইবেলা, কুলাউড়া ::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বিএনপির একটি ওয়ার্ড কমিটিতে ফাসিষ্টদের সুবিধাভোগী ও বিতর্কিত ব্যক্তিদের অর্ন্তভুক্ত করে বিনা কাউন্সিলে কমিটি গঠনের অভিযোগে অভিযুক্ত সেই কমিটি বাতিল করেছে মৌলভীবাজার জেলা বিএনপি। ২৭ জুলাই রোববার বির্তকিত উক্ত ওয়ার্ড কমিটি বাতিলের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট ফয়জুল করীম ময়ুন।
তিনি বলেন, ‘কুলাউড়ার বরমচাল ইউনিয়নের ৮ নং ওয়ার্ড কমিটিতে ত্যাগী বিএনপির নেতাকর্মীরা বাদ পড়েছেন এবং কাউন্সিল ছাড়াই কমিটি গঠিত হওয়ায় দলের নিবেদিতরা উপজেলা ও জেলা বিএনপির নিকট লিখিত আবেদন করে হস্তক্ষেপ কামনা করেছিলেন। দলের বৃহত্তর স্বার্থে এবং দলের র্দুদিনের সকলকে নিয়ে দলকে এগিয়ে নিতে চাই। কোন ধরনের প্রশ্ন যেনো না থাকে এবং দলের সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষ্যে বরমচালের ৮ নং ওয়ার্ড কমিটি পুনরায় গঠনের জন্য পূর্বের কমিটি বাতিল করেছি।
উপজেলা বিএনপির সিনিয়ির যুগ্ন আহবায়ক বদরুল হোসেন খান, বিএনপি নেতা জুনেদ আহমদ, বরমচাল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোক্তাদির মুক্তার, ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল জহুর ডেন, যুগ্ম আহবায়ক তোফায়েল আহমদ জমশেদকে আগামী ৪ দিনের মধ্যে উক্ত কমিটি গঠনের জন্য দায়িত্ব দিয়েছি। ’
এব্যাপারে বরমচাল ইউনিয়নের আহবায়ক কমিটির সদস্য সাখাওয়াত খান বলেন, ৮ নং ওয়ার্ড কমিটি কাউন্সিল ছাড়াই বিতর্কিত ব্যক্তিকে সভাপতি করে ঘোষনা করা হয়। এতে বিক্ষোভে ফেটে পড়েন ওয়ার্ডের বিএনপির নিবেদিত ও দুর্দিনে বিএনপির যারা হাল ধরেছিলেন সেসমস্থ নেতাকর্মীরা। তারা মানব বন্ধন করেছেন, উপজেলা, জেলা ও কেন্দ্র বিএনপির নিকট লিখিত আবেদন করে প্রতিকার চেয়েছিলেন। অবশেষে বিতর্কিত কমিটি বাতিল করেছেন জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট ফয়জুল করীম ময়ুন।
এব্যাপারে কুলাউড়া উপজেলা বিএনপির আহবায়ক রেদওয়ান খান বলেন, বিভিন্ন অভিযোগ থাকায় বরমচালের ৮ ও ২ নং ওয়ার্ড ও কাদিপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড কমিটি বাতিল করে পুনরায় নতুন করে কমিটি গঠনের সিদ্বান্ত দেওয়া হয়েছে।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply