নিটার প্রতিবেদন ::
ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) এবং দেশের অন্যতম শীর্ষস্থানীয় পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইপিলিয়ন গ্রুপের মধ্যে আগামী পাঁচ বছরের সহযোগিতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার (২৯শে জুলাই, ২০২৫ ইং) সকাল ১১টা ৩০ মিনিটে নিটার ক্যাম্পাসের মিটিং রুমে আয়োজিত এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই চুক্তির আওতায় নিটার শিক্ষার্থীরা ইপিলিয়ন গ্রুপে ইন্টার্নশিপ, ইন্ডাস্ট্রিয়াল ভিজিট, ক্যারিয়ার কাউন্সেলিং ও ডেভেলপমেন্ট এবং জব প্লেসমেন্ট-এই চারটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সুযোগ ও সহায়তা পাবেন। এর মাধ্যমে একাডেমিক শিক্ষার পাশাপাশি বাস্তবভিত্তিক শিল্প জ্ঞান অর্জনে আরও একধাপ এগিয়ে যাবে নিটারের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে নিটারের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ড. আশেকুল আলম রানা এবং ইপিলিয়ন গ্রুপের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার (এইচআরএম) মোহাম্মদ শওকত ইকবাল। অনুষ্ঠানে নিটারের রেজিস্ট্রার আহমেদ ইকবাল রেজা, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক এবং প্রভাষকরা উপস্থিত ছিলেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তারা জানান, ইতোমধ্যে ৩২ জন নিটারিয়ান ইপিলিয়ন গ্রুপে কর্মরত আছেন, যাদের মধ্যে ৬ জন কোয়ালিটি ম্যানেজমেন্ট এবং ৯ জন প্রোডাক্ট ডেভেলপমেন্ট বিভাগে কাজ করছেন। এই সংখ্যা ভবিষ্যতে আরও বাড়বে বলেও তারা আশা প্রকাশ করেন।
ইপিলিয়নের জেনারেল ম্যানেজার মোহাম্মদ শওকত ইকবাল বলেন, “নিটার থেকে প্রতিনিয়ত যেসব দক্ষ গ্র্যাজুয়েট বের হচ্ছেন, তাদের আমরা সম্মান জানাই। এই চুক্তির মাধ্যমে আমাদের সম্পর্ক আরও মজবুত হবে এবং শিল্পে বাস্তব দক্ষ জনশক্তি গড়ে তোলায় অবদান রাখবে।” নিটার পরিচালক অধ্যাপক ড. আশেকুল আলম রানা বলেন, “শিল্প ও একাডেমিয়ার মাঝে এই ধরনের সহযোগিতা আমাদের শিক্ষার্থীদের প্রফেশনাল ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক জ্ঞান ও দক্ষতা উন্নয়নে এটি একটি বড় সুযোগ।”
এই সমঝোতা স্মারক উভয় প্রতিষ্ঠানের মধ্যে ভবিষ্যৎ পারস্পরিক আস্থা, সহযোগিতা ও কার্যকর সম্পর্কের একটি দৃঢ় ভিত্তি তৈরি করবে বলেও আশা করা হচ্ছে।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply