নিটার প্রতিবেদন ::
ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) ও ডাচ-বাংলা ব্যাংক পিএলসির মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে নিটারের শিক্ষার্থীরা এখন থেকে অনলাইনে ইনস্টলমেন্টসহ সব ধরনের ফি সহজে, দ্রুত এবং সাশ্রয়ী খরচে পরিশোধ করতে পারবেন।
মঙ্গলবার (২৯শে জুলাই, ২০২৫ ইং) দুপুর ২টা ৩০ মিনিটে নিটার মিটিং রুমে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিটারের পরিচালক অধ্যাপক ড. আশেকুল আলম রানা, রেজিস্ট্রার আহমেদ ইকবাল রেজা, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকরা উপস্থিত ছিলেন। অন্যদিকে ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং (রকেট) এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো: শাহাদাত হোসেনসহ বিভিন্ন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
চুক্তি অনুযায়ী, ডাচ-বাংলা ব্যাংক নিটারের সার্ভারের সঙ্গে API সংযুক্তির মাধ্যমে তাৎক্ষণিক লেনদেন হালনাগাদ, ২৪/৭ সহায়তা প্রদান, এবং প্রতিদিন ফান্ড ট্রান্সফারের নিশ্চয়তা দেবে। চুক্তির আওতায় শিক্ষার্থীরা যেসব সুবিধা পাবে তা হলো:
১. রকেট / নেক্সাসপে (মোবাইল ব্যাংকিং): প্রতি লেনদেনে ন্যূনতম ২ টাকা বা লেনদেনের ০.১% চার্জ প্রযোজ্য।
২. ডিবিবিএল নেক্সাস ডেবিট কার্ড: প্রতি লেনদেনে ৫ টাকা সার্ভিস চার্জ।
৩. ভিসা / মাস্টার কার্ড (ডেবিট/ক্রেডিট কার্ড): প্রতি লেনদেনে ০.৮% সার্ভিস চার্জ।
৪. এজেন্ট ব্যাংকিং: প্রতি লেনদেনে ন্যূনতম ২ টাকা বা ০.১% সার্ভিস চার্জ।
৫. ডাচ বাংলা ব্যাংকের শাখা থেকে ফি পরিশোধে: কোন সার্ভিস চার্জ প্রযোজ্য হবে না।
এ সময় নিটারের পক্ষ থেকে ক্যাম্পাসেই ইনহাউজ সিআরএম বুথ স্থাপনের প্রস্তাব দেওয়া হয় যাতে শিক্ষার্থীরা আরও দ্রুত ও ঝামেলামুক্তভাবে ফি পরিশোধ করতে পারেন। প্রস্তাবটি সাদরে গ্রহণ করে মো: শাহাদাত হোসেন বলেন, এটি সময়সাপেক্ষ হলেও নিটার ক্যাম্পাস সংলগ্ন এলাকায় এজেন্ট ব্যাংকিং ও নামমাত্র খরচে শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুযোগ নিশ্চিত করা হবে। এছাড়াও নিটারের শিক্ষার্থীরা যেন বিনা খরচে রকেট হতে টাকা উত্তোলনের সুযোগ পায়, তা দ্রুততম সময়ের মধ্যে নিশ্চিত করা হবে বলে জানান তিনি। ডাচ-বাংলা ব্যাংকের পলাশবাড়ি শাখার সেলস ম্যানেজার বশির আহমেদ জানান, শিক্ষার্থীদের ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং ব্যবস্থায় অন্তর্ভুক্ত করতে নিটারে এখন থেকে নিয়মিত ক্যাম্পেইন আয়োজন করা হবে এবং শুধুমাত্র এনআইডি কার্ড দিয়েই রকেট অ্যাকাউন্ট খোলার সুবিধা দেওয়া হবে।
এই উদ্যোগের ফলে নিটারের শিক্ষার্থীরা আর্থিক লেনদেনে যেমন স্বাচ্ছন্দ্য পাবেন, তেমনি সময় ও খরচ সাশ্রয় হবে উল্লেখযোগ্যভাবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, নিটারের হাত ধরে এমন ক্যাশলেস পেমেন্ট সিস্টেমের যাত্রা দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্যও একটি অনুসরণযোগ্য দৃষ্টান্ত হবে। উভয় প্রতিষ্ঠান ভবিষ্যতেও পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেছে।#
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply