নিটার প্রতিবেদন ::
সাভারের জাতীয় টেক্সটাইল প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার)-এর প্রধান ফটকের সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে পথচারীদের জন্য নিরাপদ পারাপারের ব্যবস্থা না থাকায় প্রায়শই ঘটছে মর্মান্তিক দুর্ঘটনা।
(১ আগস্ট) বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটে নিটারের বিপরীতে স্টার্লিং গার্মেন্টসের সামনে একটি ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটে ভয়াবহ দুর্ঘটনা। এতে ঘটনাস্থলেই একজন মাদ্রাসা পড়ুয়া অল্পবয়সী বালকের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন আরও দুইজন। আহতদের তাৎক্ষণিকভাবে নিকটস্থ গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়।
এই দুর্ঘটনা নিটারের শিক্ষার্থীসহ সাধারণ পথচারীদের মনে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। প্রতিদিন নিটারের বিপরীত পাশে অবস্থিত ধনিয়া এলাকার শত শত শিক্ষার্থী এই ব্যস্ত মহাসড়কটি ব্যবহার করে ক্যাম্পাসে যাতায়াত করে। ব্যস্ত এই সড়কে কোনো ফুটওভার ব্রিজ না থাকায় শিক্ষার্থীদের প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে হয়।
শিক্ষার্থীদের ভাষ্যমতে, এমন দুর্ঘটনা একদিন-দুদিনের নয়—এটি দীর্ঘদিনের সমস্যা। প্রতিনিয়ত ভয়াবহ ট্রাক ও অন্যান্য ভারী যানবাহনের দাপটে সাধারণ শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে ভীতি বিরাজ করছে। একজন শিক্ষার্থী বলেন, “বহুমুখী এ রাস্তাটি পার হতে আমাদের বুক কাঁপে, কারণ কখন কোন দিক থেকে একটি যানবাহন এসে ধাক্কা দেবে, বোঝা যায় না। নিরাপত্তার জন্য আমাদের অন্তত একটি ফুটওভার ব্রিজ প্রয়োজন।”
শিক্ষার্থীদের মতে, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা শুধু শিক্ষা প্রতিষ্ঠানের নয়, সংশ্লিষ্ট সড়ক বিভাগেরও দায়িত্ব। তারা দাবি করেছেন, নিটার প্রশাসনের উচিত অবিলম্বে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) সাথে আলোচনা করে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের কার্যক্রম শুরু করা। এটি কেবল নিটারের শিক্ষার্থীদের নয়, পাশের গার্মেন্টস শ্রমিক, স্থানীয় বাসিন্দা এবং পথচারীদের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।#
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply