নিটার প্রতিবেদনঃ
সাভারের ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার)-এ গত ১৪ই আগস্ট, ২০২৫ (বৃহস্পতিবার) বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো নিটার প্রশাসনের উদ্যোগে আয়োজিত “নবীনবরণ ২০২৫”। সকাল থেকে রাত অবধি চলা এ আয়োজনে অংশ নেয় শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা।
গতকালের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)-এর পরিচালক জনাব শওকত আজিজ রাসেল। ব্যস্ততার কারণে তিনি সরাসরি উপস্থিত থাকতে না পারলেও অনুষ্ঠানটির বিভিন্ন কার্যক্রমে পরোক্ষভাবে সম্পৃক্ত ছিলেন। সকাল ১১টায় শুরু হওয়া আলোচনা সভায় অতিথিরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে নানা দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
আলোচনা সভার এক পর্যায়ে নিটারের পরিচালক জনাব ড. মোঃ আশেকুল আলম রানা শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা ও একে অপরের সহযোগিতায় এগিয়ে আসার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ঐক্যবদ্ধভাবে প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
আলোচনা পর্ব শেষে বিকেল থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। নিটার কালচারাল ক্লাবের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ পর্বে শিক্ষার্থীরা উপস্থাপন করেন নাচ, গান ও আবৃত্তি। রাতের প্রধান আকর্ষণ ছিল দেশবরেণ্য সংগীত ব্যান্ড “আর্টসেল” ও “লেভেল ফাইভ”-এর মনোমুগ্ধকর পরিবেশনা, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে তোলে। অনুষ্ঠানটি শেষ হয় প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে।#
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply