ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি::
সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউপির সংরক্ষিত বনভূমি হাদা টিলা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের সময় হাতেনাতে আব্দুল মতিন নামে একজনকে আটক করে।
গত বৃস্পতিবার দুপুরের হাদা টিলা এলাকা থেকে আব্দুল মতিনকে আটক করে ঘটনাস্থলেই ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
সে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার চাটিবহর গ্রামের সোনা মিয়ার পুত্র। আব্দুল মতিনকে ভ্রাম্যমাণ আদালত ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ছাতকের বিভিন্ন সংরক্ষিত বনভূমি ও টিলা থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন করে আসছিল একটি চক্র। স্থানীয় পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়লেও সিন্ডিকেটের কারণে প্রশাসনের নজরদারির বাইরে ছিল অনেক ক্ষেত্র। তবে আজকের অভিযানে অবৈধ কার্যক্রমে জড়িত এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তাৎক্ষণিকভাবে ১০দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, অবৈধ উত্তোলনের কারণে বনভূমির গাছপালা ধ্বংস হচ্ছে, মাটি ক্ষয় হচ্ছে এবং এলাকায় নদীপথের ভারসাম্য নষ্ট হচ্ছে। এ পরিস্থিতিতে প্রশাসনের অভিযানে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছে। উল্লেখ্য, জনস্বার্থে ছাতকে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।
এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মোঃ তরিকুল ইসলাম এ অভিযানের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন “সংরক্ষিত বনভূমি ও সরকারি সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান চলমান রয়েছে। কোনোভাবেই অবৈধভাবে বালু বা পাথর উত্তোলন করা যাবে না। ধরা পড়লেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”###
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply