সভার তিনি বিদ্যালয় সরকারি করন ও উন্নয়নে জন্য দেশ- প্রবাসের সকলের সার্বিক সহযোগিতা চান। সভায় সমাজসেবক ইউসুফ মিয়া, ব্যবসায়ী মো. আব্দুল আলীম আকুলসহ এলাকার নানা শ্রেণীপেশার লোকজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, তিলাশীজুরা দেশি-প্রবাসী গ্রুপের পক্ষে সভাপতি যুক্তরাজ্য প্রবাসী মুহিবুর রহমান পারুল, সহ সভাপতি মো. ইউনুছ মিয়া, সাধারণ সম্পাদক ফারুক হুসাইন সিপার ও প্রধান উপদেষ্টা হিরুল আলম ফরহাদ, যুক্তরাজ্য প্রবাসী আজিজুর রহমান ফুল, আব্দুর রাজ্জাকসহ সংগঠনের দেশ- প্রবাসের ৬০ জন সদস্যদের সহযোগিতায় স্কুল ও এলাকার নানা আর্থ সামাজিক কাজ পরিচালনা করা হচ্ছে। ##
Leave a Reply