ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি ::
বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজারে হাইওয়ে পুলিশের অস্থায়ী ক্যাম্প। দীর্ঘদিনের প্রত্যাশিত এ ক্যাম্প চালুর মাধ্যমে সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
গত বৃহস্পতিবার ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেট রিজিয়ন হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মো. রেজাউল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়কলস থানার ইনচার্জ সুমন কুমার চৌধুরী এবং সঞ্চালনা করেন শেরপুর হাইওয়ে থানার সার্জেন্ট শিশির চন্দ্র দাস।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাউয়াবাজার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিব্বির আহমদ, সহকারী পুলিশ সুপার মির্জা সাইফুদ্দীন, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, প্রধান শিক্ষক মেজবাউজ্জামান শিলু, ব্যবসায়ী আলমগীর হোসেন, ওসি আব্দুর রশিদসহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, দেশের উত্তর-পূর্বাঞ্চলের অন্যতম ব্যস্ত সড়ক জাউয়াবাজার মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করে। নতুন ক্যাম্প চালুর ফলে যানবাহন নিয়ন্ত্রণ, দুর্ঘটনা প্রতিরোধ, চাঁদাবাজি ও ডাকাতি দমনে কার্যকর ভূমিকা রাখবে হাইওয়ে পুলিশ। এতে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত হবে এবং সড়কে শৃঙ্খলা ফিরে আসবে।
স্থানীয় ব্যবসায়ীরা মনে করেন, নিরাপদ সড়ক পরিবেশ এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে। উদ্বোধন শেষে বিশেষ দোয়া মাহফিলে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করা হয়। এতে জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
জানা গেছে, স্থানীয় প্রবাসী ও বিত্তবানদের উদ্যোগে প্রায় সাড়ে চার লাখ টাকা ব্যয়ে ক্যাম্পটি নির্মিত হয়েছে। স্থানীয়রা আনন্দ প্রকাশ করে জানান, এ ক্যাম্প উদ্বোধনের ফলে জননিরাপত্তা বৃদ্ধি পাবে এবং সড়ক দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমে আসবে। দোয়া পরিচালনা করেন জাউয়াবাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ সাইদ আহমদ।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply