বড়লেখা প্রতিনিধি :
বড়লেখায় শনিবার বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন র্যাব-৯ এর সিনিয়র সহকারি পুলিশ সুপার গোলাম কিবরিয়া। এসময় তিনি দূর্গামন্ডপগুলোর পূজা উদযাপন কমিটির সভাপতি, সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দের সাথে পূজার প্রস্তুতি ও সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির খোঁজ খবর নেন এবং যেকোনো ধরণের সমস্যা ও অপ্রীতিকর ঘটনার ইঙ্গিত পেলেই তাৎক্ষনিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা র্যাব-কে অবহিত করার আহ্বান জানান।
তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে বড়লেখা পৌরশহরের রাধা কৃষ্ণ মন্দির হাটবন্দ, পাখিয়ালা উদ্ধব ঠাকুরের আখড়া, দাসেরবাজারের লঘাটি কালাচাঁদ ঠাকুর মন্দির, বাংলাবাজার সার্বজনীন দুর্গা মন্দির, পাবিজুরী অনন্ত ঠাকুরের মন্দির পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন তরুণ সমাজ সেবক ছাদিকুর রহমান, বড়লেখা পৌরসভা পূজা উদযাপন কমিটির সেক্রেটারি উজ্জ্বল ঘোষ প্রমুখ।
র্যাব-৯ এর সিনিয়র সহকারি পুলিশ সুপার গোলাম কিবরিয়া জানান, বড়লেখা থানা এলাকার বিভিন্ন পূজা মন্ডপে আনন্দঘন পরিবেশে নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে র্যাব-৯ এর একটি টিম সার্বক্ষণিক নিরাপত্তা প্রদানে নিয়োজিত থাকবে। সবাই সজাগ থাকলে কোনো অপশক্তি আমাদের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পারবে না।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply