এইবেলা, কুলাউড়া ::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দক্ষিণাঞ্চলের ছয়টি ইউনিয়নের প্রাণকেন্দ্র রবিরবাজার-কর্মধা সড়ক সংস্কারের দাবিতে ০৬ অক্টোবর সোমবার মানববন্ধন করেছে স্থানীয় লোকজন ও মাদ্রাসা শিক্ষার্থীরা।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন সাবেক এমপি নওয়াব আলী আব্বাছ খান, পৃথিমপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ, জাসদ নেতা আশিকুল ইসলাম ফটিক ও রবিরবাজার ব্যবসায়ী সমিতির মাসুক আহমদ
বক্তারা বলেন, পৃথিমপাশা ইউনিয়ন থেকে কর্মধা ইউনিয়নমুখী সড়কের পূর্ব রবিরবাজার অংশে বড় বড় গর্ত, খানাখন্দে যানবাহন চলাচল দুবির্ষহ হয়ে পড়েছে। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সড়কের উপরের গর্তগুলোতে জলাবদ্ধতায় ব্যবসায়ীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আয়তন, অবস্থান, রাজস্ব আয় সব মিলিয়ে কুলাউড়া পৌর শহরের পরই রবিরবাজারের অবস্থান।
বক্তারা বলেন, উপজেলার দক্ষিণাঞ্চল বলতে রাউৎগাঁও, পৃথিমপাশা, কর্মধা, টিলাগাঁও, হাজিপুর ও শরীফপুর এই ছয় ইউনিয়নের মিলনস্থলে অবস্থিত রবিরবাজার। এই বাজার হয়েই মানুষকে আসতে হয় উপজেলা সদরে। বৃহস্পতিবার ও রোববার সাপ্তাহিক হাটবার হলেও রবিরবাজারে প্রতিদিনই শহরের মতো খোলা থাকে দোকানপাট ও প্রতিষ্ঠান এখানকার সড়ক প্রশস্ত না থাকা ও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে ভোগান্তি পোহাতে হয় সবাইকে।
বক্তারা বলেন, বাজার থেকে সরকার প্রতিবছর প্রায় কোটি টাকার উপর রাজস্ব পেয়ে থাকে। অথচ বাজারে কোনো উন্নয়ন কর্মকান্ড নেই। বাজারের প্রধান সমস্যা হলো ড্রেনেজ সমস্যা। ড্রেন না থাকায় বাজারের পানি সহজে নিষ্কাশন হয় না। ফলে বৃষ্টির সময় বাজারে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়, তা সহজে কমে না। পানি, কাদায় অসহনীয় পরিস্থিতি তৈরি হয় বাজারে। এরই মধ্যে যানবাহন চলাচল করায় পূর্ব রবিরবাজার-কর্মধা সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
পৃথিমপাশা ইউনিয়নের চেয়ারম্যান মো. জিমিউর রহমান চৌধুরী জানান, রবিরবাজারের ব্যবসায়ীদের দুর্ভোগ চরমে। বিষয়টি নিয়ে উপজেলার পরিষদের সমন্বয় সভায় প্রস্তাব দিয়েছি। দ্রুত সড়ক সংস্কার ও ড্রেন নির্মাণে উপজেলা প্রকৌশলীকে অবগত করেছি।#
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply