এইবেলা, কুলাউড়া :: সিলেট বিভাগে রেলপথ নিয়ে চলমান আন্দোলন মিমাংসার লক্ষ্যে ১০ অক্টোবর শুক্রবার বিকেল ৪টায় আন্দোলনকারীদের সাথে রেলওয়ের এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ৮ দফা দাবি বাস্তবায়নে রেলওয়ের পক্ষ থেকেযে আশ্বাস প্রদান করা হয় তা প্রত্যাখ্যান করেন আন্দোলনকারীরা। উল্টো রেলওয়ে কর্মকর্তাদের উপস্থিতিতে আন্দোলনকারীরা আগামী ০১ নভেম্বর শনিবার সিলেট বিভাগ জুড়ে রেলপথ অবরোধের ডাক দেন এবং তাৎক্ষণিক এক বিক্ষোভ মিছিল কুলাউড়া স্টেশন প্রদক্ষিণ করে।
৮দফা দাবি বাস্তবায়ন আন্দোলনের সমন্বয়ক আজিজুল ইসলাম ও আতিকুর রহমান আখই জানান, ২৭ সেপ্টেম্বর কুলাউড়ায় অবস্থান ধর্মঘট চলাকালে আন্দোলনকারীরা ট্রেন আটকে দেয়। সেসময় রেলওয়ের জিআরএম মো: মহিউদ্দিন আরিফ আন্দোলনকারীদের প্রতিশ্রুতি দেন ১৫দিনের মধ্যে কুলাউড়ায় আন্দোলনকারীদের সাথে বসে বিষয়টির সমাধান করবেন। তার এই প্রতিশ্রুতির প্রেক্ষিতে আন্দোলনকারীরা সেদিন ট্রেন ছেড়ে দেন। সেই মোতাবেক রেলওয়ের জিআরএম মো: মহিউদ্দিন আরিফের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধিদল কুলাউড়া জংশন স্টেশনের ভিআইপি ওয়েটিং রুমে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন।
আন্দোলনকারীদের পক্ষে সে সময় উপস্থিত ছিলেন সাবেক এমপি ও জাতীয় পার্টির কেন্দ্রিয় নেতা অ্যাডভোকেট নওয়াব আলী আব্বাস খান, কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামন সজল, উপজেলা জামায়াতের নায়েবে আমির মো: জাকির হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ এবং ৮দফা দাবি বাস্তবায়ন আন্দোলনের সমন্বয়ক আজিজুল ইসলাম ও আতিকুর রহমান আখই প্রমুখ।
বৈঠক শেষে ৮দফা দাবি বাস্তবায়ন আন্দোলনের সমন্বয়ক আজিজুল ইসলাম ও আতিকুর রহমান আখই আরও জানান, ৮দফা দাবি বাস্তবায়নে রেলওয়ে কর্মকর্তারা কোন বাস্তব পদক্ষেপ গ্রহণ না করে নানা প্রতিশ্রুতি শুনান। রেলওয়ে কর্মকর্তাদের এই প্রতিশ্রুতি তারা ঘৃণাভরে প্রত্যাখান করেছেন। এবং রেলওয়ে কর্মকর্তাদের পরবর্তী কর্মসূচিও জানিয়ে দেন আন্দোলনকারীরা।
ঘোষিত কর্মসূচি অনুসারে ৩১ অক্টোবরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আগামী ০১ নভেম্বর সিলেট বিভাগ জুড়ে রেলপথ অবরোধের ডাক দেয়া হয়েছে। সিলেটবাসীকে এদিন ট্রেন ভ্রমন থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।###
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply