প্রতিবেদনঃ সাভারের ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এ আজ ১২ই অক্টোবর, ২০২৫ইং (রোববার) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে আয়োজিত হয় ওরিয়েন্টেশন প্রোগ্রাম। নিটারের কনফারেন্স রুমে আয়োজিত এই অনুষ্ঠানের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হলো নিটারের ১৫তম ব্যাচের একাডেমিক কার্যক্রমের নতুন অধ্যায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তাগণ সহ বর্তমান শিক্ষার্থীরা। যদিও প্রথম দিনে নিয়মিত ক্লাস কার্যক্রম শুরু হয়নি, তবে শিক্ষকরা নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয় জীবন ও ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের নানা দিকনির্দেশনা দেন। তাঁদের জীবনমুখী উপদেশ ও অভিজ্ঞতা নবীনদের বাস্তব জীবনে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে বলে আশা করা হয়।
শিক্ষকবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয় জীবন শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের নয়, বরং আত্মউন্নয়ন ও বাস্তব জীবনের প্রস্তুতি নেওয়ার সময়। তাঁরা নবীন শিক্ষার্থীদের দায়িত্বশীল, সৃজনশীল ও মানবিক মূল্যবোধে গড়ে উঠার আহ্বান জানান।
এসময় নতুন শিক্ষার্থীরা নিজেদের নতুন পরিবেশ ও শিক্ষক-সহপাঠীদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান। দিনব্যাপী আয়োজনটি ছিল প্রাণবন্ত ও অনুপ্রেরণামূলক, যা নবীনদের কাছে নিটার জীবনের স্মরণীয় সূচনা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।#
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply