মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের আমানীপুর গ্রামে জায়গা-জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত ব্যক্তিদের পক্ষ থেকে কুলাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। এই মামলার মূল আসামীরা পলাতক থাকলেও মামলার বাদীসহ ৫জনকে আসামী করে পাল্টা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে প্রতিবেশী মৃত মফিজ আলীর ছেলে উস্তার আলী ও রুস্তাব আলীসহ তাদের সহযোগিদের বিরুদ্ধে।
জানা গেছে, উপজেলার টিলাগাঁও ইউনিয়নের আমানীপুর গ্রামের বাসিন্দা মৃত ইয়াকুব আলীর ছেলে মাসুক মিয়া, মৃত আমরু মিয়ার ছেলে এলাইছ মিয়া ও ছয়ফুল মিয়ার সাথে ২০০৬ সাল থেকে জায়গা জমি নিয়ে বিরোধ চলছে প্রতিবেশী মৃত মফিজ আলীর ছেলে উস্তার আলী, রুস্তাব আলী ও তাদের সহযোগিদের। এ নিয়ে বিজ্ঞ আদালতে দেওয়ানী মামলাও চলমান রয়েছে। ওই ঘটনার জেরে গত ১৩ অক্টোবর রাত আনুমানিক ১টার সময় মৃত মফিজ আলীর ছেলে উস্তার আলী, রুস্তাব আলী, কুরফান আলী, আরফান মিয়া, মরম আলীর ছেলে তাজিম মিয়া গং মাসুক মিয়া গংয়ের বসতবাড়ির বাঁশের বেড়া ভেঙ্গে প্রবেশ করে। এসময় মাসুক মিয়া ও তার চাচাতো ভাই এলাইছ মিয়া ও ছয়ফুল মিয়ার বসতঘরে ইট পাটকেল নিক্ষেপ করলে তারা ঘর থেকে বের হয়ে জানতে চান কেন ইটপাটকেল মারা হয়েছে। ওই সময় ক্ষিপ্ত হয়ে উস্তার আলী ও রুস্তাব আলী গং মাসুক মিয়া, এলাইছ মিয়া ও ছয়ফুল মিয়ার ওপর দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলা করেন এবং মামলা মোকদ্দমা করলে প্রাণনাশের হুমকিও দেন। হামলায় গুরুতর আহত মাসুক মিয়া, এলাইছ মিয়া, ছয়ফুল মিয়াকে স্থানীয়রা কুলাউড়া হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে এলাইছ মিয়া ও ছয়ফুল মিয়ার আঘাত গুরুতর হওয়ায় তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে এলাইছ মিয়ার ৮টি সেলাই লাগে। এদিকে আহত মাসুক মিয়া কুলাউড়া উপজেলা হাসপাতালে চিকিৎসা নেন।
এ ঘটনায় ভুক্তভোগী মাসুক মিয়া বাদী হয়ে গত ১৪ অক্টোবর মৃত মফিজ আলীর ছেলে উস্তার আলী, রুস্তাব আলী, কুরফান আলী, আরফান মিয়া, মরম আলীর ছেলে তাজিম মিয়া, কুরফান আলীর ছেলে মান্না মিয়া, আরফান মিয়ার ছেলে আতাউর মিয়া, মনাফ মিয়ার ছেলে মনির মিয়া, ওয়াজেদ উল্ল্যাহ’র ছেলে আব্দুল জলিল, কুরফান মিয়ার ছেলে মুন্না মিয়াকে আসামী করে কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলা করায় ক্ষিপ্ত হয়ে আসামীপক্ষের রুস্তাব মিয়া বাদী হয়ে গত ১৪ অক্টোবর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিআর মামলা নং (৫৬৮/২০২৫ইং) দায়ের করেন। মামলায় আসামী করা হয় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত ছয়ফুল মিয়া, মাসুক মিয়া, এলাইছ মিয়া, ছয়ফুল মিয়ার স্ত্রী রুজিনা বেগম ও মাসুক মিয়ার ছেলে সামাদ মিয়াকে।
ভুক্তভোগী ছয়ফুল মিয়া, মাসুক মিয়া, এলাইছ মিয়া জানান, আমরা খুবই নিরীহ প্রকৃতির লোক। পক্ষান্তরে উস্তার আলী ও রুস্তাব আলীরা খুবই প্রভাবশালী। তাদের সাথে জমিজমা নিয়ে আমাদের বিরোধ চলছে। ঘটনার দিন অন্যায়ভাবে তারা আমাদের ওপর দেশীয় ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা করে। এতেও তারা ক্ষান্ত হয়নি। উল্টো মিথ্যা অভিযোগ এনে আমাদের ৫ জনের ওপর আদালতে মামলা করে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে রুস্তাব মিয়ার সাথে যোগাযোগ করলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক বলেন, জায়গা জমির বিরোধ নিয়ে মাসুক মিয়া ও উস্তার আলী পক্ষের মধ্যে বিরোধ চলছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ঘটনার দিন দু’পক্ষের মধ্যে মারামারি হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করে। পরে মাসুক মিয়া বাদী হয়ে উস্তার আলীর পক্ষের ৯ জনের বিরুদ্ধে থানায় ও রুস্তাব মিয়া বাদী হয়ে মাসুক মিয়ার পক্ষের ৫জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেন। সার্বিক বিষয় তদন্ত করে আদালতে প্রতিবেদন জমা দেয়া হবে। #
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply