ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি ::
সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নে চোরাচালানের টাকার ভাগ নিয়ে দুই গ্রামের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হন চুনাপাথর ব্যবসায়ী মানিক মিয়া (৫০)। রোববার (২ নভেম্বর) গভীর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
নিহত মানিক মিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের মৃত জগম্বর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, লুভিয়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে কামরুল ইসলাম (যিনি স্থানীয়ভাবে চোরাকারবারি চক্রের মূল হোতা হিসেবে পরিচিত) ও বনগাঁও গ্রামের ফজলুল করিমের মধ্যে ব্যবসায়িক লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি মূলত চোরাচালানি পণ্যের টাকার ভাগাভাগি কেন্দ্র করে শুরু হয়।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ফজলুল করিম তার পাওনা ৫ লাখ টাকা দাবি করলে কামরুল ইসলামের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply