এইবেলা, কুলাউড়া ::
মৌলভীবাজারের কুলাউড়ায় দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের অর্থায়নে এবং বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করার জন্য সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় পৌর শহরের দক্ষিণবাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন।
বসুন্ধরা শুভসংঘের কুলাউড়া উপজেলা শাখার সভাপতি আবুল কাশেম উসমানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বশির আল ফেরদাউসের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক ও শুভসংঘের প্রধান উপদেষ্ঠা ড. রজত কান্তি ভট্টাচার্য, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি ও শুভসংঘের উপদেষ্ঠা মো. মছব্বির আলী, সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, শুভসংঘের উপদেষ্ঠা ও কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, সহ-সভাপতি রফিকুল ইসলাম মামুন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের সহ-সভাপতি সাইফুল ইসলাম সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী, খায়রুল ইসলাম রুমেল, ময়জুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও প্রশিক্ষক সাদিয়া জাহান, অর্থ সম্পাদক মিফতা আহমেদ রাফি, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক আরিফুল ইসলাম খান প্রমুখ।
শুভসংঘের উপদেষ্ঠা মাহফুজ শাকিল জানান, তিন মাসব্যাপী এই প্রশিক্ষণ কেন্দ্রে ১৫ জন দরিদ্র ও অস্বচ্ছল শিক্ষার্থীকে সেলাই প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতি মাসের শুক্র ও শনিবার ওই প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে স্বাবলম্বী করতে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে বিনামূল্যে একটি করে সেলাই মেশিন দেওয়া হবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও মো. মহিউদ্দিন বলেন, বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সারাদেশে সামাজিক সেবামূলক কাজ করার পাশাপাশি, সচেতনতামূলক কাজ, দরিদ্রদের শিক্ষার্থীসহ অসহায়দের আর্থিক সহায়তা, শীতবস্ত্র বিতরণ, দুর্যোগকবলিত অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ অস্বচ্ছল মানুষকে স্বাবলম্বী করে তোলার কার্যক্রম খুবই প্রশংসনীয়।
‘বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগের ফলে শিক্ষার্থীসহ নারীদের আত্মনির্ভরশীল হতে অগ্রণী ভূমিকা পালন করবে। বসুন্ধরা গ্রুপ দেশে তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে হাজার হাজার লোকদের কর্মসংস্থানের মধ্য দিয়ে বেকারত্ব সমস্যা দূরীকরণে অগ্রণী ভূমিকা রাখছে। এ ধরণের কার্যক্রম সবসময় অব্যাহত রাখার জন্য বসুন্ধরা গ্রুপের প্রতি আহবান জানাচ্ছি।
মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি ও শুভসংঘের উপদেষ্ঠা মোঃ মছব্বির আলী শুভসংঘের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘এই শক্তিকে প্রশিক্ষণ ও সুযোগের মাধ্যমে জাগিয়ে তুললে গ্রামীণ অর্থনীতিতে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই নারীরা এখন নতুন করে জীবন শুরু করতে পারবেন এবং নিজেদের মর্যাদার আসনে অধিষ্টিত করতে পারবেন।’
কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল এক প্রতিক্রিয়ায় বলেন ‘দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ দীর্ঘদিন থেকে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। যা সত্যিই প্রশংসা পাওয়ার দাবিদার। বসুন্ধরা গ্রুপ দেশের অস্বচ্ছল দরিদ্র শিক্ষার্থীসহ নারীদের স্বাবলম্বী করতে কারিগরি প্রশিক্ষণসহ নানা কল্যাণমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply