ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি ::
সুনামগঞ্জের ছাতক নৌ–পুলিশ ফাঁড়ির অভিযানে ১২৮ বোতল ভারতীয় মদসহ শামিম মিয়া (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে কোম্পানীগঞ্জ থানার শিলাকুড়ি গ্রামসংলগ্ন কাটাগাং নদীর দক্ষিণাংশে বিশেষ অভিযান পরিচালনা করে।
পুরো অভিযানে নেতৃত্ব দেন ছাতক নৌ–পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নি:) মোঃ আনোয়ার হোসেন। নৌ–পুলিশ সূত্রে জানা যায়, ভারতীয় তৈরি মদের একটি বড় চালান নদীপথে পাচার হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে আগের রাত থেকেই কাটাগাং নদীপাড়ে নজরদারি জোরদার করা হয়। পরে বৃহস্পতিবার দুপুরের দিকে সন্দেহভাজন একটি ইঞ্জিনচালিত নৌকা নদীর দক্ষিণপ্রান্তে ঢুকলে পুলিশ সদস্যরা সেটি থামিয়ে তল্লাশি শুরু করেন। প্রথমে নৌকার সাধারণ মালপত্রে তেমন কিছু না পাওয়া গেলেও অভিজ্ঞতার ভিত্তিতে পাটাতনের নিচের অংশে তল্লাশি চালাতে গিয়ে লুকানো মদের চালানটি উদ্ধার করা হয়।
অভিযানকারী পুলিশ সদস্যরা জানান, আসামি শামিম মিয়ার দেখানো মতে নৌকার গোপন কুঠরি থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ১২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে— ৪৮ বোতল ‘এসি ব্ল্যাক’, ৩৯ বোতল ‘ম্যাকডোনাল্ড’ এবং ৪১ বোতল ‘অফিসার্স চয়েস’। উদ্ধার করা এসব মদের বাজারমূল্য প্রায় এক লক্ষ দশ হাজার টাকা। গ্রেপ্তারকৃত শামিম মিয়া কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার নুরপুর (প্রকাশ কাদিরপুর) আমিরপুর বাজার এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। নৌ–পুলিশের ধারণা, দীর্ঘদিন ধরেই সে নদীপথ ব্যবহার করে ভারতীয় মদ পাচারের সঙ্গে জড়িত থাকতে পারে। আটক করার পর ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় সাক্ষীদের সামনে উদ্ধারকৃত মদ ও ইঞ্জিনচালিত নৌকাটি জব্দ করা হয়। পরে তাকে ফাঁড়িতে এনে জিজ্ঞাসাবাদ করা হলে পাচারচক্র সম্পর্কে নানা গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়দের ভাষ্যমতে, কিছুদিন ধরে কাটাগাং নদীপথ দিয়ে ভারতীয় মদসহ বিভিন্ন ধরনের মাদক পাচার বৃদ্ধি পেয়েছিল। কিন্তু নৌ–পুলিশের নিয়মিত টহল ও কঠোর নজরদারির কারণে পাচারকারীরা বারবার ব্যর্থ হচ্ছে। বৃহস্পতিবারের বড় এই চালান জব্দের ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। বিশেষ করে নদীভিত্তিক পাচারচক্র দমনে নৌ–পুলিশের এমন সফল অভিযানকে সাধারণ মানুষ স্বাগত জানিয়েছে।
এই ঘটনায় ছাতক ও আশপাশের এলাকায় নতুন করে সচেতনতা তৈরি হয়েছে যে, নদীপথে অবৈধ মদ পাচারের সঙ্গে জড়িত কেউই আইনশৃঙ্খলা বাহিনীর চোখ এড়িয়ে যেতে পারবে না।##
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply