আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মুখপাত্র হলেন ব্যারিস্টার খালেদ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় এক পাগলা কুকুরের কামড়ে আহত ৪৯ দুর্নীতিমুক্ত ইনসাফ ন্যায় ভিত্তিক বাংলাদেশ গড়তে চাই–মাওলানা মামুনুল হক জয় দিয়ে সুপার সিক্স শুরু বাংলাদেশের নির্বাচন কমিশন ও গণমাধ্যম একটি দলের প্রতি পক্ষপাতিত্ব করছে: নাহিদ ইসলাম ১৪ বছর পর ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে কাল মৌলভীবাজার বিএনপির ১১ নেতাকে অব্যাহতি বড়লেখা শিশুশিক্ষা একাডেমির অর্থ সম্পাদকের যুক্তরাষ্ট্র গমন উপলক্ষ্যে সংবর্ধনা আসন্ন নির্বাচন সামনে রেখে বিজিবির টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারি জোরদার নওগাঁ-৬: স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে মারধর ও নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের অভিযোগ কুলাউড়ায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ২ লাখ টাকা জরিমানা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মুখপাত্র হলেন ব্যারিস্টার খালেদ

  • শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ আইনজীবী ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ।

Manual4 Ad Code

Manual3 Ad Code

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি ::

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আন্তর্জাতিক মুখপাত্র হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ আইনজীবী ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ। আন্তর্জাতিক অঙ্গনে তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা, আইনজীবী হিসেবে সফল পথচলা এবং বহুমাত্রিক কূটনৈতিক সক্ষমতা বিবেচনায় তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ট্রাইব্যুনালের কার্যক্রমকে বৈশ্বিক মহলে আরও শক্তিশালী ও প্রভাববিস্তারকারী করতে তাঁর এই নিয়োগকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Manual3 Ad Code

যুক্তরাজ্যের স্থানীয় সরকার ব্যবস্থায় ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ একটি সুপরিচিত নাম। তিনি লন্ডনের টাওয়ার হ্যামলেটস বরোর নির্বাচিত কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন এবং সেখানকার স্পিকার হিসেবে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেন। প্রবাসী বাংলাদেশি সমাজেও তিনি একজন সক্রিয় সংগঠক ও নেতৃত্বের পরিচিত মুখ। তাঁর নেতৃত্বে স্থানীয় সরকারের বিভিন্ন প্ল্যাটফর্মে অভিবাসী বাংলাদেশি সম্প্রদায়ের অংশগ্রহণ আরও দৃশ্যমান হয়ে ওঠে।

Manual7 Ad Code

আইন ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বিশেষজ্ঞ এই ব্যারিস্টার খালেদ যুক্তরাজ্যের অন্যতম মর্যাদাপূর্ণ থিংকট্যাংক Royal Institute of International Affairs–Chatham House– এর সদস্য। আন্তর্জাতিক কূটনীতি ও নীতিনির্ধারণী গবেষণার কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত এই প্রতিষ্ঠান বিশ্ব রাজনীতি, মানবাধিকার এবং বিচারব্যবস্থার উন্নয়নে কাজ করে থাকে। এছাড়া তিনি London Mayor’s Association–এর আজীবন সদস্য এবং The Society of British Bangladeshi Solicitors–এর সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এসব প্রতিষ্ঠানে তাঁর সক্রিয় সংশ্লিষ্টতা আন্তর্জাতিক মঞ্চে তাঁর যোগ্যতা ও গ্রহণযোগ্যতাকে আরও সুদৃঢ় করেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদের শিকড় সিলেটের জকিগঞ্জ উপজেলার আমলশীদ গ্রামে। তিনি আমলশীদ গ্রামের বিশিষ্ট শিক্ষক মাস্টার রফিকুল ইসলামের পুত্র। শিক্ষাবিদ পরিবারের সন্তান হিসেবে ছোটবেলা থেকেই তিনি শিক্ষা, নেতৃত্ব এবং জনসেবার আদর্শ ধারণ করেন।

পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে গিয়ে তিনি আইন পেশায় ক্যারিয়ার গড়ে তোলেন এবং ধীরে ধীরে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি লাভ করেন।

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আন্তর্জাতিক মুখপাত্র হিসেবে নিয়োগ পাওয়ার পর তাঁর দায়িত্ব হবে ট্রাইব্যুনালের কর্মকাণ্ড, অবস্থান এবং অগ্রগতি আন্তর্জাতিক মহলে তুলে ধরা। বিশেষ করে গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধের বিচার বিষয়ে বাংলাদেশের অবস্থান ও প্রচেষ্টাকে বৈশ্বিক পরিসরে তুলে ধরতে তাঁর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Manual2 Ad Code

আন্তর্জাতিক মিডিয়া, গবেষণা প্রতিষ্ঠান ও কূটনৈতিক মহলের সঙ্গে যোগাযোগ রক্ষা করে ট্রাইব্যুনালের অবস্থানকে আরও শক্তিশালী করা—এই দায়িত্বও এখন তাঁর ওপর ন্যস্ত।সংশ্লিষ্ট মহলের বিশ্বাস, তাঁর অভিজ্ঞতা ও আন্তর্জাতিক নেটওয়ার্ক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমকে আরও গতিশীল ও আন্তর্জাতিক পরিমণ্ডলে দৃশ্যমান করতে বড় ভূমিকা রাখবে। তাঁর এই নিয়োগ বাংলাদেশের আন্তর্জাতিক বিচারব্যবস্থা অঙ্গনে একটি নতুন মাত্রা যোগ করবে বলেও অনেকে মনে করছেন।

সংবাদটি শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!