বড়লেখা প্রতিনিধি:
বড়লেখা উপজেলার ফকিরবাজার উচ্চ বিদ্যালয়ে শনিবার (২৯ নভেম্বর) প্রথম বারের মতো অগ্রগতি প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অগ্রগতি সমাজকল্যাণ সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত মেধাবৃত্তি পরীক্ষায় বর্ণি ইউনিয়নের ২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ১৩২ জন মেধাবী শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। মেধাবৃত্তির পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন গলগজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক তৌহিদুল ইসলাম।
অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মেধার ক্রমানুসারে ৩টি ট্যালেন্টপুল ও ১৭টি সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হয়েছে।
পরীক্ষা শেষে বিকেলে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণের সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ফকিরবাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আমেরিকা প্রবাসি ফারুক আহমদ। সভায় স্বাগত বক্তব্য দেন আবু তাহের মুন্না।
মেধাবৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করায় নন্দকিশোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী পরমব্রত দাসকে ১৫ হাজার প্রাইজমানি ও সনদপত্র প্রদান করা হয়। দ্বিতীয় স্থান অর্জনকারি মিহারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সনজিৎ দাস পেয়েছে ১০ হাজার প্রাইজমানি ও সনদপত্র এবং তৃতীয় স্থান অর্জনকারি সৎপুর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুল বারী আরিয়ান পেয়েছে ৫ হাজার প্রাইজমানি ও সনদপত্র। সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ১৭জন শিক্ষার্থীকে সনদপত্র ও এক হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়। এছাড়া অংশগ্রহণকারি প্রত্যেক শিক্ষার্থীকে সান্তনা পুরস্কার স্বরূপ ক্রেষ্ট প্রদান করা হয়।
অগ্রগতি সমাজকল্যাণ সংস্থার সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণের সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এম মুন্তাজিম আলী মহা বিদ্যালয়ের অধ্যক্ষ আসুক উদ্দিন, ফকিরবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নুরজাহান চৌধুরী, বর্নী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কায়দে আজম, সমাজসেবক ডা. মুহাম্মদ কামাল উদ্দিন, শিক্ষানুরাগি মাওলানা ফয়েজ আহমদ, অগ্রগতি সমাজকল্যাণ সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক জাহের আহমদ প্রমুখ।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply