ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি::
সুনামগঞ্জের ছাতক উপজেলায় ডজনখানেক ডাকাতি মামলার পলাতক আসামি তৈয়ব আলী ওরফে তৈয়বুর (২৫)–কে গ্রেপ্তার করেছে ছাতক থানা পুলিশ।
দীর্ঘদিন আত্মগোপনে থাকা এই ডাকাতকে শনিবার গভীর রাতে উপজেলার কালারুকা ইউনিয়নের লম্বাহাটি হাসনাবাদ গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তৈয়বুর একই গ্রামের মো. নজির আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানায়, সিলেট বিভাগের বিভিন্ন থানায় তৈয়বুরের বিরুদ্ধে ডাকাতি, সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যপদ এবং রাতের বেলায় সশস্ত্র লুটপাটসহ এক ডজনের বেশি মামলায় তার নাম রয়েছে। এসব মামলায় দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানা পুলিশ শনিবার রাতে অভিযানে নামে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তৈয়বুর পালানোর চেষ্টা করলেও দ্রুত তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তারের পর রোববার দুপুরে তৈয়বুরকে ছাতক থানা হেফাজত থেকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়। আদালতে তাকে হাজির করলে বিচারক তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
স্থানীয়দের মতে, তৈয়বুর দীর্ঘদিন ধরেই এলাকায় বিচ্ছিন্নভাবে অবস্থান করছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। তার গ্রেপ্তারের ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানান অনেকেই। পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে অন্যান্য মামলার তদন্তও দ্রুত এগিয়ে নেওয়া হবে। থানা পুলিশের সফল অভিযানে এলাকায় এখন স্বস্তি ও নিরাপত্তার পরিবেশ তৈরি হয়েছে বলে সাধারণ মানুষের অভিমত।
এ বিষয়ে (ওসি) সফিকুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, “গ্রেপ্তারকৃত তৈয়বুর সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় সংঘটিত ডাকাতির একাধিক মামলার পলাতক আসামি। দীর্ঘদিন ধরে সে আত্মগোপনে ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।”###
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply