এইবেলা, কুলাউড়া ::
মৌলভীবাজারের কুলাউড়ায় পাওনা টাকার বিষয় নিয়ে পরিবারসহ এক ব্যবসায়ীকে হয়রানী ও হামলার অভিযোগ পাওয়া গেছে। রোববার (৩০ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন ব্যবসায়ী জুবায়ের আহমদ রুহেল।
দেশ এডুকেশন এন্ড দেশ ইন্টারন্যাশনাল কুলাউড়া ব্রাঞ্চের সত্বাধিকারী জুবায়ের আহমদ রুহেল জানান, তার প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসে যাওয়ার জন্য সাইদুল ইসলাম পাবেল কাগজপত্র জমা করেন। এরজন্য পাবেল ৩ ধাপে ১ লাখ ২০ হাজার টাকাও জমা দিয়েছেন। প্রায় ১০ মাস অতিবাহিত হওয়ার পরে কাজ না হওয়ায় টাকা ফেরত নেওয়ার জন্য পাবেলকে বলেন রুহেল। কিন্তু পাবেল টাকা না নিয়ে আবারও চেষ্টা করার জন্য রুহেলকে বলেন। এরপরও চেষ্টা করে কাজ না হওয়ায় গত ৩০ অক্টোবর পাবেলের একাউন্টে ৫০ হাজার টাকা ফেরত দেন রুহেল। বাকি ৭০ হাজার টাকা ফেরত দেওয়ার জন্য ১০-১২ দিনের সময় নেন।
এরইমধ্যে পাবেলের কুপ্ররোচনায় শাহাদাৎ ও রুবেল মিলে ব্যবসায়ী রুহেলকে গালিগালাজ করতে শুরু করেন। সম্প্রতি রাতে স্ত্রীকে নিয়ে রিকশায় করে বাসায় ফিরছিলেন রুহেল। এসময় কুলাউড়া আউটার সিগন্যাল (ভূমি অফিস রোড) এলাকায় রুহেলের রিকশা আটকিয়ে স্ত্রীর সামনে তাকে চোর-বাটপার গালাগালি শুরু করেন। তখন রুহেল বলেন তোমার সাথে তো আমার কোন লেনদেন নেই, তাহলে তুমি কেন আমাকে হয়রানী করছো। একথা বলায় রুহেলের উপর হামলা করতে এগিয়ে আসেন শাহাদাৎ। আশপাশের লোকজন এসে রুহেল ও তার স্ত্রীকে রক্ষা করেন। চলে যাওয়ার সময় শাহাদৎ চিৎকার করে বলেন, তাকে যেখানে পাবে মারধর করবে। এই ঘটনায় পরিবারসহ নিরাপত্তাহীনতায় ভোগছেন ব্যবসায়ী জুবায়ের রুহেল। রুহেলের স্ত্রীও ভয়ে বাসা ছেড়ে বাপের বাড়িতে চলে গেছেন। প্রশাসনসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের সুদৃষ্টি কামনা করেছেন রুহেল। #
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply