ছাতক প্রতিনিধি ::
সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাতকে কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ছাতক পৌরসভা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয় শ্রদ্ধা, ভক্তি ও আবেগঘন পরিবেশ।
গত রোববার আসরের নামাজের পর থেকেই ছাতকস্থ দলীয় কার্যালয়ে শুরু হয় কোরআন খতম। রাত ৯টার দিকে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হলে মুসল্লিদের হাজারো কণ্ঠের ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে আশপাশের পরিবেশ। দেশনেত্রীর সুস্থতা কামনায় দোয়া করতে ছুটে আসেন বিএনপি, অঙ্গসংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিকসংগঠনসহ সকল শ্রেণি-পেশার মানুষ।
ভক্তি, আবেগ ও প্রার্থনায় ছাতক মাহফিলস্থলে উপস্থিত মুসল্লিদের কণ্ঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা যেন এক অনবদ্য সাম্যের বার্তা বহন করে—রাজনীতি, শ্রেণি ও অবস্থানের ঊর্ধ্বে উঠে মানুষ একসাথে প্রার্থনায় অংশ নেন। সন্ধ্যার পর থেকেই দোয়া মাহফিলস্থলে মানুষের ঢল নেমে আসে। বৃদ্ধ, যুবক, মসজিদের ইমাম, দোকানি, শিক্ষার্থী সকলেই একসাথে আল্লাহর কাছে প্রার্থনা করেন দেশনেত্রীর আরোগ্যের জন্য।
কোরআন খতমের পর ঈমাম ও খতিব হাফিজ মাওলানা নাজমুল হোসেন মিলাদ ও দোয়া পরিচালনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, জেলা বিএনপির আহবায়ক, সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ–সাংগঠনিক সম্পাদক জননেতা কলিম উদ্দিন আহমেদ মিলন। তিনি মাহফিলে উপস্থিত হয়ে দেশনেত্রীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
তিনি বলেন—“বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং মানুষের বাক-স্বাধীনতার জন্য আজীবন লড়াই করে গেছেন। তিনি দলের ঊর্ধ্বে উঠে সমগ্র জাতির অভিভাবকে পরিণত হয়েছেন। এমন একজন নেত্রীর অসুস্থতায় দেশবাসী উদ্বিগ্ন। আজকের দোয়া-মাহফিল প্রমাণ করে, তিনি মানুষের হৃদয়ে কতটা গভীরভাবে জায়গা করে নিয়েছেন।”
তিনি আরও বলেন, ছাতক-দোয়ারাবাজারের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে বেগম খালেদা জিয়ার দিকনির্দেশনা ও সমর্থনের ভূমিকা অনস্বীকার্য। সমগ্র দেশ যেমন তাঁর সুস্থতার জন্য দোয়া করছে, আমরাও সেই সর্বজনীন প্রার্থনায় অংশ নিতে পেরে গর্বিত।”
দোয়া ও মিলাদ মাহফিলে ছাতকের তৃণমূল বিএনপি, পৌর ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ব্যাপক সংখ্যায়। অনুষ্ঠানটি পরিণত হয় এক বিশাল আধ্যাত্মিক ও জনসম্পৃক্ত সমাবেশে। উপস্থিত ছিলেন যারা:পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান শামছু যুগ্ম আহবায়ক সামছুর রহমান বাবুল, জসিম উদ্দিন সুমেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আতাউর রহমান এমরান, মো. কয়েছ আহমাদ পৌর বিএনপির সদস্য সৈয়দ মো. জাহাঙ্গীর আলম, শফি উদ্দিন,উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক বাকি বিল্লাহ,কৃষক দলের আহবায়ক মনির উদ্দিন,পৌর যুবদলের আহবায়ক মো. খায়ের উদ্দিন, নজির আহমদ, মুহিবুর রহমান মুহিব, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক লিজন মিয়া তালুকদারবিএনপি নেতা সালেহ আহমদ, শামীম আলম নোমান, আব্দুর রউফ, আলী হোসেন মানিক, শরীফ হোসেন, নুর মেম্বার, জহির উদ্দিন, জগলু মিয়া, কুতুব উদ্দিন প্রমুখ।
ছাত্রদলের উল্লেখযোগ্য উপস্থিতি দোয়া-মাহফিলে ছাতক উপজেলা ও পৌর ছাত্রদলের নেতা-কর্মীদের অংশগ্রহণ ছিল উৎসাহব্যঞ্জক। উপস্থিত ছিলেন—উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফয়জুল আহমদ পাবেল,পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক সহ–সভাপতি জাহাঙ্গীর আলম যুগ্ম সম্পাদক ইজাজুল হক রনি, সাবেক ছাত্রনেতা ইমরান হাসান,যুবদল নেতা মো. আব্দুল কাইয়ুম, আব্দুল করিম চন্দন,ছাত্রদল নেতা সাহেদ ইয়াসিন, লাভলু মিয়া তালুকদার, মোহাম্মদ আলী, মাহদি উল আলম,গোলাম রাব্বি চৌধুরী সিফাত, ইশতিয়াক আম্বিয়া রায়হান, মিলন মিয়া, পিনান আম্বিয়া প্রমুখ। এছাড়া বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দলীয় নেতা ও মুরব্বিগণও অংশগ্রহণ করে অনুষ্ঠানকে হৃদয়গ্রাহী রূপ দেন। দোয়া-মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন দোয়া মাহফিল শেষে দেশনেত্রীর দীর্ঘায়ু ও রোগমুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়।
বাগবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নাজমুল হোসেন বলেন—“জাতীয় নেত্রী হিসেবে বেগম জিয়া দেশের সকল মানুষের কাছে গ্রহণযোগ্য। তাঁর সুস্থতার মাধ্যমে জাতির আশা নতুনভাবে জেগে উঠবে। আল্লাহ তাঁকে সুস্থতা এবং দীর্ঘ আয়ু দান করুন।”
মোনাজাতে দেশবাসীর শান্তি, সুখ ও সমৃদ্ধির জন্যও দোয়া করা হয়। সাধারণ মানুষের অংশগ্রহণ—একতা ও মানবতার প্রতিচ্ছবি দোয়া-মিলাদ মাহফিলে দলের নেতা-কর্মীদের বাইরে সাধারণ মানুষও উপস্থিত হন বিপুল সংখ্যায়। পেশাজীবী, ব্যবসায়ী, আলেম-ওলামা, কৃষক, ছাত্র, নারী-পুরুষ—সকলেই দেশনেত্রীর আরোগ্যের জন্য হাত তুলেন।
ছাতক–দোয়ারাবাজারবাসীর ভালোবাসা ও দায়বদ্ধতা জননেতা কলিম উদ্দিন আহমেদ মিলন অনুষ্ঠানে বলেন, ছাতক–দোয়ারাবাজারের মানুষ সবসময়ই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধাশীল ও অনুগত। তিনি জীবদ্দশায় এ অঞ্চলের উন্নয়নে যে ভূমিকা রেখেছেন তা ভোলার নয়। আজকের দোয়া মাহফিল তাঁর প্রতি মানুষের ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত।”
তিনি আরও যোগ করেন,“দু’টি উপজেলা জুড়ে শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, বিদ্যুৎ, উন্নয়নের অগণিত প্রকল্প বাস্তবায়নে তাঁর দিকনির্দেশনা ছিল। সেই কৃতজ্ঞতার জায়গা থেকেই আজকের দোয়া।”
ছাতকে অনুষ্ঠিত এ কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল শুধু একটি রাজনৈতিক বা ধর্মীয় আয়োজন নয়—এটি ছিল জাতির এক অভিভাবকের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও মানবতার প্রকাশ। পুরো এলাকার পরিবেশ ছিল এক শান্ত, পবিত্র ও আবেগঘন মুহূর্তের প্রতিচ্ছবি। মাহফিল শেষে উপস্থিতদের মধ্য খাবার বিতরণের মাধ্যমে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।#!
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply