বড়লেখা প্রতিনিধি:
বড়লেখায় নবম শ্রেণির কৃষিশিক্ষা বিষয়ের ব্যবহারিক পরীক্ষার হলে প্রবেশকালে মোবাইল ফোন আটকের জের ধরে এক পরীক্ষার্থীর বন্ধু পরিচয়দানকারি হায়দার আহমদ (১৭) প্রধান শিক্ষক মো. উছমান আলীকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা চালিয়েছে। ভোক্তভোগী প্রধান শিক্ষক পেছনে সরে যাওয়ায় ছুরির আঘাত লক্ষ্যভ্রষ্ট হলে তিনি প্রাণেরক্ষা পান। পরে প্রত্যক্ষদর্শীরা ধাওয়া করে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। সে উপজেলার জামকান্দি কুলাউড়া গ্রামের সমছুল ইসলামের ছেলে। ঘটনাটি ঘটেছে, বুধবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার ছোটলিখা উচ্চ বিদ্যালয়ে। পুলিশ ছুরি জব্দ করেছে। এব্যাপারে থানায় মামলা হয়েছে।
মামলার এজাহার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সকাল সোয়া দশটার দিকে ছোটলিখা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির কৃষিশিক্ষা ব্যবহারিক পরীক্ষার হলে পরীক্ষার্থী রাশেদ আহমদ সজিব মোবাইল ফোন নিয়ে প্রবেশের চেষ্টা করে। এসময় প্রধান শিক্ষক মো. উছমান আলী তার নিকট হতে মোবাইল ফোনটি নিয়ে সহকারী প্রধান শিক্ষক অজয় চন্দ্র দাসের নিকট জমা রাখেন এবং বলেন পরীক্ষা শেষে রাশেদ আহমদ সজিবকে তার ফোনটি ফেরত দিতে। সকাল অনুমান সাড়ে দশটার দিকে হায়দার আহমদ কোমরে ছুরি লুকিয়ে প্রধান শিক্ষকের অফিস কক্ষের সম্মুখে প্রধান শিক্ষককে রাশেদ আহমদ সজিবের মোবাইল ফোনটি তার নিকট দিয়ে দিতে বলে। সে নিজেকে রাশেদ আহমদ সজিবের বন্ধু বলে পরিচয় দেয়। প্রধান শিক্ষক ফোন দেওয়া যাবে না বললেও সে বারবার ফেরত চায়। হায়দার আহমদ এই স্কুলের প্রাক্তন ছাত্র হওয়ায় তাকে ধমক দিয়ে স্কুল হতে বের হয়ে যেতে বলেন। তখনই সে উত্তেজিত হয়ে প্রধান শিক্ষককে ধাক্কা মেরে কোমরে লুকানো ধারালো ছুরি দিয়ে বুক লক্ষ্য করে আঘাতের চেষ্টা চালায়। এসময় তিনি পেছনে সরে দাঁড়ালে আঘাতটি লক্ষ্যভ্রষ্ট হলে প্রাণেরক্ষা পান। বাঁচাও বলে চিৎকার করায় অফিস সহায়ক সুমন আহমদ এগিয়ে গেলে সে তাকেও ছুরিকাঘাতের চেষ্টা চালায়। পরে ধাওয়া করে তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার ও হামলায় ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে। এব্যাপারে প্রধান শিক্ষক মো. উছমান আলী হত্যা চেষ্টাকারি হায়দার আহমদকে আসামি করে বুধবার বিকেলে থানায় মামলা করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুব্রত কুমার দাস জানান, প্রধান শিক্ষকের হত্যা চেষ্টা মামলায় হায়দার আহমদকে পুলিশ গ্রেফতার করেছে। ঘটনায় ব্যবহৃত ছুরিও জব্দ করেছে পুলিশ।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply