বড়লেখা প্রতিনিধি:
বাংলাদেশের পরিবেশগত সংকটাপন্ন এলাকা হাকালুকি হাওরের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং প্রকৃতির সুরক্ষা ও পুনরুদ্ধারে নবপল্লব প্রকল্পের ‘প্রকল্প অবহিতকরণ’ সভা মঙ্গলবার বড়লেখা উপজেলা পরিষদ সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ-সিএনআরএসের উদ্যোগে দিনব্যাপী অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী। সভায় নবপল্লব প্রকল্পের নানা দিক তুলে ধরে বক্তব্য দেন ফিল্ড মনিটরিং লীড মো. আশরাফুল ইসলাম। প্রকল্পের কার্যক্রম সম্পর্কে পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিএনআরএসের ফিল্ড ম্যানেজার শাহাদৎ হোসেন।
প্রকল্পটি হাকালুকি হাওরের মৎস্যসম্পদ, কৃষি ও জীববৈচিত্র সুরক্ষার পাশাপাশি বড়লেখা উপজেলার ৯টি ইউনিয়নে অবকাঠামো, দারিদ্র বিমোচন, স্যানিটেশন, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা-সহ নানা উন্নয়ন মুলক কাজ করবে।
অবহিতকরণ সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম রাশেদুজ্জামান বিন হাবিজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিসবাহ উদ্দিন আফজল, উপজেলা সহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী মঈন উদ্দিন, বর্নি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, প্রেসক্লাবের সাধারণ সম্পদক আব্দুর রব, কেয়ার বাংলাদেশের প্রজেক্ট অফিসার রনি বিকাশ বড়ুয়া, আইডিইর মার্কেট ডেভলপমেন্ট অফিসার মো. এনায়েত কবির, ডিএসকের ওয়াশ অ্যাডভাইজার মো. মোজাম্মেল হক। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার রুহেল উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সীমা সিদ্দিকা, থানার এসআই আব্দুর রউফ, দক্ষিন শাহবাজপুর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুর মান্নান, দক্ষিণভাগ দক্ষিন ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইমরান আহমদ, দক্ষিণভাগ উত্তর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আলিম উদ্দিন, নবপল্লব প্রকল্পের ও কনসোটিয়াম সহযোগী সংস্থার প্রতিনিধিরা ও বিভিন্ন ইসিএ কমিটির সভাপতি/সম্পাদকবৃন্দ প্রমুখ।
উল্লেখ্য, হাকালুকি হাওরের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং প্রকৃতির সুরক্ষা ও পুনরুদ্ধারে নবপল্লব প্রকল্প বাস্তবায়নে কেয়ার বাংলাদেশের নেতৃত্বে সহযোগী সংস্থা হিসেবে কাজ করবে- সিএনআরএস, কর্ডএইড, আইডিই, ডিএসকে, সি৩ইআর, ফ্রেন্ডশিপ, এইচআই ও প্রাকটিক্যাল একশন।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply