এইবেলা, কুলাউড়া ::
মৌলভীবাজারের কুলাউড়ায় ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্যকে নিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার 0৯ ডিসেম্বর দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভার পূর্বে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন করে বিদ্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচিও পালন করা হয়।
কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আব্দুল মতিনের সভাপতিত্বে ও মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ও কমিটির সম্পাদক মোঃ ফয়জুর রহমান ছুরুকের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কুলাউড়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও কমিটির সাবেক সভাপতি সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মো. জাকির হোসেন, সেক্রেটারী বেলাল আহমদ চৌধুরী, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য রাজানুর রহিম ইফতেখার, কমিটির সহ-সভাপতি আবুল মনছুর বাবুল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল মুহিত বাবলু, কমিটির সদস্য ফ্লোরা বাবলী তালাং, মাহফুজ শাকিল প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবু মাসুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম, এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া থানার এসআই মো. আব্দুল আলিম, বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন, কমিটির সদস্য নির্মাল্য মিত্র সুমন, গায়ত্রী চক্রবর্তী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, কালবেলা প্রতিনিধি মহিউদ্দিন রিপন, এনটিভি অনলাইন প্রতিনিধি আসিকুল ইসলাম বাবু, সাংবাদিক ময়জুল ইসলাম, শেখ বদরুল হোসেন রানা প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষকমন্ডলী, গালর্স গাইড ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. মহিউদ্দিন বলেন, আজকের তরুণ প্রজন্মরাই আগামী দিনে দুর্নীতিমুক্ত দেশ বিনির্মাণে ভূমিকা রাখবে এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সক্ষম হবে। আমরা সবাই যার যার অবস্থান থেকে তাদেরকে সহযোগিতা করে যাবো। দুর্নীতি শুধু সরকারি খাতে সীমাবদ্ধ নয়, এটি বেসরকারি সেক্টর ছাড়াও সমাজের সর্বস্তরে বিদ্যমান। দায়িত্বে অবহেলাও এক ধরনের দুর্নীতি। তাই দূর্নীতি প্রতিরোধে প্রয়োজন সকলের আন্তরিক সততা ও দেশপ্রেম। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, দুর্নীতির বহু রূপ রয়েছে। ভবিষ্যতে তা বোঝার জন্য সমাজের সবাইকে সচেতন করতে দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে হবে। এছাড়া প্রত্যেক শিক্ষার্থীকে আগামী দিনে দেশ পরিচালনায় নিজেদের দুর্নীতমুক্ত রেখে সমাজের জন্য কাজ করে যাবার আহবান জানান তিনি। #
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply