এইবেলা, কুলাউড়া ::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ট্রাস্ট কর্তৃক আয়োজিত দ্বিতীয়বারের মতো ‘ট্রাস্ট মেধাবৃত্তি পরীক্ষা- ২০২৫’ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এতে কুলাউড়া উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৭২৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।
১৩ ডিসেম্বর (শনিবার) কর্মধা উচ্চ বিদ্যালয় ভেন্যুতে সকাল ও বিকেল দুইধাপে এই পরীক্ষার আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী শিক্ষার্থীর মধ্যে ৫ম শ্রেণির ৪২২ জন, ৮ম শ্রেণির ১৬৫ জন ও দশম শ্রেণির ১৩৯ জন। ট্রাস্টের প্রধান উপদেষ্টা ও পরীক্ষা নিয়ন্ত্রক কর্মধা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহমদ জানান, কর্মধা ট্রাস্ট মেধাবৃত্তি পরীক্ষা আমাদের কোমলমতিদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে সহায়ক ভূমিকা রাখবে। এবার স্বতঃস্ফুর্তভাবে ছাত্র ছাত্রীরা অংশ নিয়েছে। কর্মধা ট্রাস্ট আগামী দিনেও ভালো ও মানবিক কাজে এগিয়ে আসবে, ইনশাআল্লাহ। কর্মধা ট্রাস্টের পরিচালক এম জালাল সিদ্দিকী ও কো- ফাউন্ডার প্রবাসী আব্দুর রশিদ জানান, শুধু মেধাবৃত্তি আয়োজনে সীমাবদ্ধ নয় কর্মধা ট্রাস্ট। সামাজিক একাধিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। আজ মেধাবৃত্তি পরীক্ষার দিনও ট্রাস্টের সহযোগী ইউনিট ট্রাস্ট ব্লাড ডোনেশন ইউনিট দুই শতাধিক অভিভাবকসহ শিক্ষার্থীর ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প পরিচালনা করেছে। এ উদ্যোগটি সর্বমহলে প্রশংসা কুড়িয়েছে।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন কর্মধা ট্রাস্টের উপদেষ্টা হাজী মারুফ আহমদ, উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মনসুর আহমদ তালুকদার, ফটিগুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনু মিয়া, কিন্ডারগার্টেন এসোসিয়েশন (কেটিএফ) কুলাউড়ার সভাপতি সুজিত দেব ও সাধারণ সম্পাদক বাবুল আহমদ, কর্মধা ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট আব্দুস সালাম, সাংবাদিক আলাউদ্দিন কবির, কর্মধা তাকরিমুল কোরআন মডেল মাদ্রাসার অধ্যক্ষ হাফিজ আবু সুফিয়ান, কর্মধা ট্রাস্টের সাবেক সভাপতি নাহিদ নাজমুল প্রমুখ।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কর্মধা ট্রাস্ট সভাপতি সাজু আহমদ, সহসভাপতি মোঃ জাহিদ, সাধারণ সম্পাদক মেহরাজ হোসেন রাহি, সাংগঠনিক সম্পাদক মাহিয়ান মাহিসহ সকল সদস্যগণ। উল্লেখ্য ২০২০ সালের ২১ এপ্রিল কর্মধা ট্রাস্ট প্রতিষ্ঠা লাভ করে। ##
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply