ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি ::
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সবচেয়ে বড় মহৎ গুণ ছিল তাঁর অটল দেশপ্রেম ও আপসহীন নেতৃত্ব—যা নতুন প্রজন্মের জন্য অনুসরণযোগ্য আদর্শ।
এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির আহবায়ক ও সুনামগঞ্জ–৫ (ছাতক দোয়ারাবাজার) আসনের মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন।
গত সোমবার (১২ জানুয়ারি) বিকালে উপজেলার কালারুকা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে হাসনাবাদ বাজারে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কোরআনখতম ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউপি বিএনপির যুগ্ম আহবায়ক লুৎফুর রহমান মানিকের সভাপতিত্বে এবং সিলেট মহানগর কৃষক দলের শাহীনুর রহমান বাবুল ও সাইফ উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে এলাকার শত শত নেতাকর্মী অংশ নেন।
প্রধান অতিথির আরো বক্তব্যে কলিম উদ্দিন মিলন বলেন, “দেশপ্রেমের পরীক্ষায় বেগম খালেদা জিয়া ও তারেক রহমান ১০০–তে ১০০ পেয়েছেন। গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার ও মুক্তিযুদ্ধের চেতনাকে রক্ষায় জীবনের শেষ দিন পর্যন্ত তিনি আপসহীন ছিলেন। দেশ ও মানুষের জন্য যে ত্যাগ তিনি করেছেন, তা প্রজন্মের পর প্রজন্মের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও বলেন, “আমরা খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত। তাঁর দেশপ্রেম, সততা ও সংগ্রামী জীবনাদর্শে উজ্জীবিত হয়েই সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। জনগণই বিএনপির শক্তি—এই বিশ্বাস তিনি সব সময় বুকে ধারণ করেছেন।”
দোয়া মাহফিলে জানাজায় মানুষের উপস্থিতির প্রসঙ্গ টেনে মিলন বলেন, “খালেদা জিয়ার জানাজায় প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ অংশ নিয়েছে—এটাই প্রমাণ করে মানুষ তাঁকে কতটা ভালোবাসতেন। তারেক রহমানের গণসংবর্ধনায় ৫০ লাখের বেশি লোকের সমাগম হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজায় ৪০ লাখ মানুষের উপস্থিতি দেখেছে দেশ। এগুলো টাকা দিয়ে কেনা ভালোবাসা নয়, মানুষের হৃদয়ের টান।”
অনুষ্ঠানে জিয়ার আদর্শ, গণতন্ত্রের জন্য তাঁর অবদান এবং দেশবাসীর প্রতি তাঁর মমত্ববোধের কথা উল্লেখ করে মিলন বলেন, “তিনি ছিলেন সাহসী মা, দৃঢ় নেতা ও নির্ভীক দেশপ্রেমিক।
তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন জামিয়তের নেতা মাওলানা জামিনুল হক। তিনি বলেন, বেগম খালেদা জিয়া আমৃত্যু দেশ, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নিজেকে উৎসর্গ করেছেন। তাঁর জন্য সবাই দোয়া করবেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির নেতা আব্দুর রহমান, নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল, অধ্যক্ষ শফিকুল আলম মতি, আতাউর রহমান এমরান, পৌর বিএনপির আহবায়ক শামছুল রহমান শামছু, সিনিয়র যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সুমেন, সামছুর রহমান বাবুল, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রুহুল আমিন, অ্যাডভোকেট আব্দুল কাহার, সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহ সম্পাদক একেএম রিপন তালুকদার, বিএনপি নেতা শামীম আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বাহী উদ্দিন শাহী, বিএনপি নেতা আবুল হোসেন, উপজেলা যুবদলের সদস্য ইজাজুল হক রনি, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক ইব্রাহিম আলী রাসেলসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রতীক ও স্বৈরাচারবিরোধীআন্দোলনের সাহসী নেতা। বিরোধী দলে থাকাকালীন সময়েও তিনি গণমানুষের পক্ষে সোচ্চার ছিলেন। তাঁর মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি।
দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের শান্তি-সমৃদ্ধি গণতন্ত্রের পুনরুদ্ধার এবং বিএনপির নেতৃত্বের দীর্ঘায়ুর জন্য প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, বেগম জিয়ার স্বপ্ন বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধ। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়েই সামনে এগিয়ে যাবো। ##
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply