ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি ::
সুনামগঞ্জ–সিলেট আঞ্চলিক মহাসড়কের ছাতক উপজেলার সৈদেরগাঁও ইউনিয়নের বুড়াইরগাঁও আলমপুর রাস্তা এলাকায় এনা পরিবহনের যাত্রীবাহী এসি বাস ও একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে রাকিব হোসেন (৩০) নামে এক পিকআপচালক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন বাস ও পিকআপের আরও অন্তত ৯ থেকে ১০ জন যাত্রী।
গত শনিবার সকাল ৭টার দিকে ঘটে যাওয়া এ দুর্ঘটনাটি স্থানীয়দের ভাষায় ছিল “অত্যন্ত ভয়াবহ”—সংঘর্ষের ধাক্কায় পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং এনা পরিবহনের বাসটি সড়কের পাশের একটি ছোট খালে ছিটকে পড়ে উল্টে যায়।
নিহত রাকিব যশোরের মনিরামপুর উপজেলার বেগারিতলা বাজার এলাকার লেয়াকত হোসেনের ছেলে। ট্রাক্টর, পিকআপ ও ছোট পরিবহন চালানোই ছিল তাঁর পেশা। প্রতিদিনের মতো শনিবার ভোরেও তিনি মালবাহী পিকআপটি নিয়ে রওনা হয়েছিলেন গন্তব্যে পৌঁছানোর জন্য। কিন্তু কয়েক ঘণ্টা পরই দুর্ঘটনার তীব্রতায় ঘটনাস্থলেই তাঁর জীবন শেষ হয়ে যায়।
দুর্ঘটনার বিবরণ প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে সুনামগঞ্জগামী এনা পরিবহনের ঢাকা মেট্রো ব-১৪-৯৫৭৪ নম্বরের এসি বাসটি দ্রুতগতিতে ছাতক অতিক্রম করছিল। একই সময়ে বিপরীতমুখী আসছিল যশোরের ন-১১-১১০২ নম্বরের পিকআপ ভ্যানটি। বুড়াইরগাঁও এলাকার সরু ও বাঁকযুক্ত অংশে দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।
ধাক্কা এত জোরালো ছিল যে পিকআপের সামনের অংশ একেবারেই চ্যাপ্টা হয়ে যায় এবং চালক রাকিব হোসেনও গাড়ির ভেতরেই আটকে পড়েন। বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে এটি পাশের খালে পড়ে উল্টে যায়, ফলে এর ভেতরে থাকা যাত্রীরা চিৎকার ও আতঙ্কে ছটফট করতে থাকেন।
স্থানীয়রা জানান—এক মুহূর্তের মধ্যে কী ঘটল আমরা বুঝতেই পারিনি। প্রচণ্ড শব্দে সবাই ছুটে যাই। দেখি পিকআপটা থেঁতলে গেছে আর বাসটা খালে উপুড় হয়ে আছে। দ্রুত যাত্রীদের বের করতে আমরা পুলিশ ও দমকলের সঙ্গে উদ্ধার কাজে যোগ দিই।”
আহতদের উদ্ধার ও স্থানান্তর দুর্ঘটনার খবর পেয়ে ছাতক ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে। গুরুতর আহত দুই যাত্রীকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকিদের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ নিকটস্থ চিকিৎসাকেন্দ্রগুলোতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হাইওয়ে পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে এনা পরিবহনের বাসচালকও রয়েছেন এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক। পিকআপের সামনের সিটে থাকা আরেক যাত্রীকেও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়।
পুলিশের বক্তব্য জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন—“ছাতকের বুড়াইরগাঁও এলাকায় এনা পরিবহনের একটি বাস ও একটি পিকআপ ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপচালক রাকিব হোসেন ঘটনাস্থলেই মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুটি যানবাহনই আটক করা হয়েছে।”
তিনি আরও বলেন, নিহত রাকিব হোসেনের লাশ জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।
নিহতের পরিবার পথে পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে রাকিব হোসেনের পরিবার যশোর থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তাঁদের জন্য একটি পুলিশ টিম সহযোগিতা করবে।
স্থানীয়দের দাবি, এ সড়কের বাঁকগুলোতে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। দ্রুতগতির গাড়ি নিয়ন্ত্রণে না থাকা, দুই লেনের সড়ক সরু হওয়া এবং কিছু স্থানে দৃশ্যমানতা কম থাকার কারণে দুর্ঘটনার ঝুঁকি বেশি। দুর্ঘটনার তদন্তে হাইওয়ে পুলিশ কাজ শুরু করেছে।####
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply