এইবেলা, ওসমানীনগর ::
সিলেটের ওসমানীনগরে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন বাস্তবায়ন (এসডিজি) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার দয়ামীর ওসমানী গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর মিলনায়তনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সহযোগীতায় ওসমানীনগর উপজেলা প্রশাসন কর্মশালাটি আয়োজন করে।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আ ন ম বদরুদ্দোজা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তারের সভাপতিত্বে ও সহকারী কমিশনার(ভূমি) আফসানা তাসলিমের সঞ্চালনায় কর্মশালার প্রেক্ষাপট নিয়ে বিশ্লেষণমূলক বক্তব্য প্রদান করেন ইউএনও। কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী।
সরকারি কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সুশীল সমাজের ১০০ জন প্রতিনিধি ৫জন করে ১০টি গ্রুপে কর্মশালায় অংশগ্রহন করেন। প্রতিটি গ্রুপের পক্ষ থেকে একজন টিম লিডার স্থানীয় প্রর্যায়ে অগ্রাধিকার ভিত্তিক একটি করে প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন করেন।#
Leave a Reply