এইবেলা, কমলগঞ্জ ::
আসন্ন পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ের ভ্রাম্যমান আদালত মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে ৩ মেয়র প্রার্থীর এজেন্টদের ১৩ হাজার টাকা ও এক কাউন্সিলর প্রার্থীর আত্মীয়কে ১ হাজারসহ মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার ০৫ জানুয়ারি বিকালে মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পৃথক চারটি মামলায় তাদের জরিমানা করেন।
কমলগঞ্জ উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রচার প্রচারনায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচনী মাঠ পরিদর্শনকালে মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট অর্নব মালাকার পৃথক তিনটি মামলায় তিন মেয়র প্রার্থীকে জরিমানা করেন। এদের মধ্যে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জুয়েল আহমদ এর এক এজেন্টকে ৫ হাজার টাকা, আওয়ামীলীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী হেলাল মিয়া (জগ প্রতিক) এর এক এজেন্টকে ৫ হাজার টাকা, আওয়ামী লীগের অপর বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী (নারিকেল গাছ প্রতিক) আনোয়ার হোসেন এর এক এজেন্টকে ৩ হাজার টাকা জরিমানা করেন।
অন্যদিকে কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাসরিন চৌধুরী আচরণবিধি লঙ্ঘনের দায়ে এক কাউন্সিলর প্রার্থীর আত্মীয় সোহেল মিয়াকে ১ হাজার টাকা জরিমানা করেন।
কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাসরিন চৌধুরী জরিমানা আদায়ের সত্যতা নিশ্চিত করে বলেন, আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাদের জরিমানা করা হয়।#
Leave a Reply