এইবেলা, কমলগঞ্জ ::
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার দুস্থ ও অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে কমলগঞ্জ পৌরসভা মিলনায়তনে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের দুস্থ, হতদরিদ্র ও অসহায় শীতার্ত নারী-পুরষের মধ্যে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
কমলগঞ্জ পৌরসভার আয়োজনে কমলগঞ্জ উপজেলা প্রজন্মলীগের আহবায়ক মো.সাইফুল ইসলামের সঞ্চালনায়,কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এম,পি ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্য মোর্. আরিফুর রহমান,কমলগঞ্জ উপজেলা দূনীতি প্রতিরোধ কমিটির সভাপতি, ইমতেয়াজ আহমেদ বুলবুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান প্রমূখ।
এসময় আরও উপস্থিত ছিলেন পৌরসভার সকল ওয়ার্ডের কাউন্সিলরগন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ ।#
Leave a Reply