এইবেলা, জুড়ী ::
জেলা জাতীয় পার্টির সদস্য, জাপার ইউ.এস.এ ফ্লোরিডা’র সভাপতি, জুড়ী উপজেলা জাপার যুগ্ম-আহবায়ক এম.এ মালিক সাচ্চু’র সার্বিক সহযোগিতায় ও জুড়ী উপজেলা জাতীয় পার্টির আয়োজনে মৌলভীবাজারের জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আসলাম এর আত্মার মাগফিরাত কামনায় জুড়ী উপজেলা জাতীয় পার্টির কার্যালয় শোকসভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৫ ফেব্রুয়ারি ২ ঘটিতায় জুড়ী উপজেলা জাতীয় পার্টির কার্যালয় এমজেড কমিউনিটি সেন্টারে জাতীয় পাটির নেতা বদরুল ইসলামের পরিচালনায় ও সাবেক সিনিয়র আহবায়ক আনোয়ারুল হক আনু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ তজমুল হোসেন চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি সৈয়দ শাহাব উদ্দিন আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাপা’র যুগ্ম আহবায়ক, বড়লেখা উপজেলা জাপা’র সভাপতি এড. আফজাল হোসেন, জেলা জাপা’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মামুদুর রহমান, কুলাউড়া উপজেলা জাপা’র সভাপতি এম এ লুৎফুর হক, কুলাউড়া উপজেলা জাপা’র সহ-সভাপতি শরীফ উদ্দিন, কুলাউড়া উপজেলা জাপা’র সাংগঠনিক সম্পাদক আকমল হোসেন, জেলা যুব সংহতির সিনিয়র যুগ্ম আহবায়ক বদরুল হাসান জুসেফ, জেলা যুব সংহতির সদস্য সচিব দেলওয়ার হোসেন সাইদ, জাতীয় পাটির নেতা জহিরুল আলম মোরশের্দ, জরিফ হোসেন জাহির, মাহমুদ হাসান সারওয়র, গোলাম কিবরিয়া, জুড়ী উপজেলা জাপা’র নেতা ডাঃ মো. আল আমীন তালুকদার, জুড়ী উপজেলা জাতীয় পাটি’র নেতা কামরুল ইসলাম পারভেজ, সাহাদৎ হোসেন, আল আমিন আহমদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালবাড়ী ইউপি জাপা’র সভাপতি মো. কুতুব উদ্দিন, ফুলতলা ইউপি জাপা’র সাংগঠনিক সম্পাদক শফর উদ্দিন, সাগরনাল ইউপি জাপা’র সাধারণ সম্পাদক মো. আব্দুল বারিক, সাগরনাল ইউপি জাপা’র যুব সংহতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সাগরনাল ইউপি জাপা’র নেতা ফরিদ উদ্দিন মহাজন, মো. মুক্তাদির হোসেন, ফিরুজ আহমদ, পশ্চিম জুড়ী ইউপি জাপা’র নেতা জহির আহমদ জইর, পূর্বজুড়ী ইউপি জাপা’র নেতা জাহাঙ্গীর হোসেন।
এছাড়াও জুড়ী-বড়লেখা কুলাউড়া, রাজনগর ও জেলা সদরের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। শোকসভার আলোচনা শেষে জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আসলাম এর আত্মার মাগফিরাত কামনায় করে বিশেষ দোয়া পরিচালনা করেন মোছাওয়ারি হাফিজিয়া মাদ্রাসার প্রধান মাওলানা মোহাম্মদ জমির উদ্দিন। দোয়া শেষে শিরনী বিতরণ করা হয়।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply