এইবেলা, বড়লেখা ::
বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউপির সুজাউল কমিউনিটি ক্লিনিকে মঙ্গলবার রাতে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। তালা ভেঙ্গে চোরেরা ভিতরে প্রবেশ করে ক্লিনিকের দুইটি ফ্যান, পানির মটর, টাকাসহ অনেক মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। বুধবার সকালে থানা পুলিশ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চুরির ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ২ ব্যক্তিকে থানায় আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
জানা গেছে, বুধবার সকালে সুজাউল কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপি ক্লিনিকে গিয়ে দরজার গেইটের তালা ভাঙা দেখতে পান। ভেতরে ঢুকে দেখতে পান চোরেরা আলমারী ভাংচুরসহ ঔষধপত্র এলোমেলো করে রেখেছে। পর্যবেক্ষণ করে দেখেন ক্লিনিকের দুইটি ফ্যান, পানির মোটর, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র নেই। ঘটনার খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতœদীপ বিশ্বাস, ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন, ইউপি আওয়ামী লীগের সভাপতি খন্দকার আজিজুর রহমান পংকী মাষ্টার, কমিউনিটি ক্লিনিকের সভাপতি ইউপি মেম্বার আব্দুল আজিজসহ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, কমিউনিটি ক্লিনিকে চুরির ঘটনায় ক্লিনিকের সভাপতি ইউপি মেম্বার আব্দুল আজিজ বুধবার দুপুরে থানায় মামলা করেছেন। এরপরই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ২ ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply