কমলগঞ্জ প্রতিনিধি ::
বিশ্ব শান্তি ও মানবতার কল্যাণ কামনায় শিবচতুদর্শী উপলক্ষে ১২তম আয়োজনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগান শিব মন্দিরে ৪ দিনব্যাপী শ্রীশ্রীশিবপূজা, শ্রীশ্রীচন্ডীপূজা, মহারুদ্রযজ্ঞ ও পরম পুরুষ শ্রীশ্রীচৈতন্য মহাপ্রভু প্রবর্তিত শ্রীশ্রীতারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে শিব মন্দির এলাকায় একটি মেলাও বসে। গত বৃহস্পতিবার রাত থেকে এ অনুষ্ঠান শুরু হলেও মূল আয়োজন অনুষ্ঠিত হয় শুক্রবার থেকে।
শনিবার বেলা ২টায় শমশেরনগর চা বাগান শিব মন্দির প্রাঙ্গনে গিয়ে দেখা যায় সিলেট বিভাগের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার সনাতনী ভক্তবৃদ্ধের আগমণে মুখরিত অনুষ্ঠান স্থল। আয়োজন স্থলের এক পার্শ্বে সকাল থেকে শুরু হয়েছে মহা প্রসাদ বিতরণ। মহোৎসব উদযাপন কমিটির সভাপতি প্রনব কান্তি সূত্রধর ও সাধারণ সম্পাদক শ্রীকান্ত কানু (গোপাল) জানান, গত ১২ বছর ধরে এ উৎসবটি এ অঞ্চলের সনাতনী ভক্তদের একটি মহোৎসব হিসাবে রুপ নিয়েছে। তারা আরও বলেন, এ উৎসবে নানা বর্ণ ও ধর্মের মানুষের উপস্থিতিতে এক মহামিলন মেলায় পরিণত হয়। রোববার (১৪ মার্চ) বিকাল ৪টা পর্যন্ত উৎসব চলবে। উৎসব উলক্ষে শিব মন্দিরের বাইরে বিরাট মেলাও বসেছে।#
Leave a Reply