বড়লেখা প্রতিনিধি :
বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের ঝগড়ি গ্রামে মঙ্গলবার বিকেলে সূর্যমূখীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। কৃষি বিভাগ আয়োজিত কৃষকদের উদ্বুদ্ধকরণের লক্ষে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম আল ইমরান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ দেবল সরকার।
ইউএনও বলেন, আমাদের বিভিন্ন অসুখের ৯৫ ভাগ খাদ্যে ভেজালের কারণে হয়ে থাকে। এর অন্যতম হচ্ছে ভোজ্য তেল। আমাদের সুস্থতার জন্য সূর্যমূখীর উৎপাদন ও তেলের ব্যবহার বৃদ্ধি করতে হবে। নিজেরা ফসল ফলিয়ে ভোগ-ব্যবহার করলে অনেক কঠিন কঠিন রোগ বালাই থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে।
ইউপি চেয়ারম্যান নছিব আলীর সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি অফিসার দিবদাস মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত মাঠ দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এএসএম রাশেদুজ্জামান বিন হাফিজ, মেডিকেল অফিসার ডা. পিয়াসা, তালিমপুর ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল লতিফ, উপ-সহকারী কৃষি অফিসার মো. সেলিম হোসেন, সবিনয় চন্দ্র দাস, মো. মাছুম বিল্লাহ, গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ হায়দার, সুজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইমরুল ইসলাম লাল, সাংবাদিক আব্দুর রব, সাধারণ সম্পাদক সাজেদুল মজিদ নিকু, সুচনা প্রকল্পের পুষ্টি অফিসার আল-আমিন, কটালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জিত কুমার দাস, ইউপি মেম্বার সহিদ আহমদ, যুবলীগ নেতা অমর উদ্দিন প্রমুখ।#
Leave a Reply